রাজ্যে আবারও একটি Teacher Recruitment এর ঘোষণা। সরকারী চাকরীর জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন তাদের আরও একটি সরকারী চাকরি পাওয়ার সুযোগ বেড়ে গেলো। সরকারের তরফ থেকে আবার Teacher Recruitment করা হবে। তবে সেটা কোনো একাডেমিক সাবজেক্ট পঠন পাঠনের জন্য নয় বা কোনো প্যারা টিচার পদেও চাকরি নয়। রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে ভোকেশনাল টিচার নিয়োগ করা হবে।
Vocational Teacher Recruitment
ভোকেশনাল শিক্ষা যার বাংলা আক্ষরিক অর্থ হল বৃত্তিমূলক শিক্ষা। বৃত্তিমূলক বা ভোকেশনাল শিক্ষা বলতে বোঝায় এমন এক শিক্ষা যা মানুষকে কারিগরি, ব্যবসায়িক অথবা টেকনোলোজির দিক থেকে দক্ষতা প্রদান করে। পড়াশোনার পাশাপাশি এখন প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করে বা করতে চায়।
পশ্চিমবঙ্গে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ।
যাতে পরবর্তীকালে তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। দেশ সহ রাজ্যের একাধিক স্কুলে এই বিষয়ে পঠন পাঠন করানো হয়। দিন দিন এই সাবজেক্টটির ডিমান্ড বেড়েই চলেছে। সেই সব স্কুল গুলিতে সরাকারের তরফ থেকে ভোকেশনাল Teacher Recruitment করা হবে। এর জন্য এই সরকারী বিশেষ একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
ডিরেক্টর অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সংস্থার তরফ থেকে স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ করা হবে। 13 তার বেশি ভোকেশনাল সাবজেক্টের ওপর ট্রেনিং দেওয়া হবে। এই ধরনের শিক্ষা প্রদানের কারন শুধুমাত্র ছাত্র সমাজকে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায়ও শিক্ষিত করা।
এখন কার যুগের সাথে তাল মেলাতে হলে ভারসেটাইল না হলে হয় না তাই স্টুডেন্টদের মধ্যে তাই এই বিষয়ে ইন্টারেস্ট আরও বেড়েই চলেছে। কতজন শিক্ষক ঠিক কতগুলি বিদ্যালয়ে পোস্টিং করা হবে তা এখনও সরকারী নির্দেশনামায় প্রকাশ পায়নি। তবে অনুমান করা যাচ্ছে 500 টির মতো ভোকেশনাল টিচার নিয়োগ করা হবে।
রাজ্যের প্রত্যেক স্কুলে ভোকেশনাল শিক্ষক নিয়োগ। কারিগরি শিক্ষা বা কম্পিউটার
রাজ্যের নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই বিষয়গুলিতে শিক্ষা নিতে পারবেন। রাজ্যের প্রায় 700 র বেশি সরকারী স্কুলে এই ধরনের বৃত্তিমূলক শিক্ষা প্রদান করা হয়। তবে কেন্দ্রের অধিকাংশ স্কুল গুলিতে এই ধরনের পরিষেবা দেওয়া হয়ে থাকে। এর মাধ্যমে বিভিন্ন ছাত্র ছাত্রীদের গুনমান বিচার করা সম্ভব হবে। এছাড়া এর ফলে ভোকেশনাল ট্রেনিং এর ফলে মানব সম্পদের উচ্চতর প্রাপ্তি সাধন হবে।