আপনাদের জন্য আজকে আমরা এনেছি স্বল্প বিনিয়োগে লাভবান হওয়ার 10 টি Business Ideas. মাসে লাখ লাখ ইনকাম করার সঙ্গে পরের অধীনত্ব থেকে মুক্তি পেতে চান? তবে চাকরির বদলে ব্যাবসা হতে পারে আপনার আয়ের উৎস। ইদানিং নানান ধরনের ব্যবসার সুযোগ খুলে গিয়েছে। আর এই সকল ব্যাবসা মন দিয়ে করতে পারলে মাসে মাসে হাতে আসবে একগুচ্ছ টাকা। তবে ব্যাবসা শুরুর আগে আপনাকে ভেবে নিতে হবে কিসের ব্যবসা করবেন।
Top 10 Most Profitable Business Ideas 2023
সেই মতো জমান পুঁজি। তাছাড়া কম টাকা ইনভেস্ট করেও ভালো ব্যবসা শুরু করা যায়। কী কী অপশন রয়েছে? কিভাবে ব্যব্দা শুরু করবেন? সেই সমস্ত কিছুর সম্পর্কে আজকের এই প্রতিবেদনে সেরা অংশটি কম ইনভেস্ট অথচ লাভজনক ব্যবসার বিষয়ে আলোচনা করা হলো।
সেরা দশটি বিজনেস আইডিয়া
গ্রাফিক্স ডিজাইনঃ
সেরা 10 টি Business Ideas এর মধ্যে ইদানিং একটি উঠতি ও বেশ লাভজনক ব্যবসা হলো গ্রাফিক্স ডিজাইনিং। এই কাজ আপনি নিজ উদ্যোগে শুরু করতে পারেন। পরে আরও কিছু জনকে যুক্ত করে এই ব্যবসাকে আরও বড় করতে পারেন। এই বিজনেসে কম পুঁজি ইনভেস্ট করে বেশি লাভ করা যায়।
এফিলিয়েট মার্কেটিংঃ
বর্তমানে একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হলো এফিলিয়েট মার্কেটিং। এই কাজে আপনার একটি ভালো ভিউযুক্ত ব্লগ বা ইউ টিউব চ্যানেল লাগবে। যেখানে আপনি কোনো কোম্পানির প্রোডাক্টের রিভিউ করতে পারবেন। এই ব্যবসায় ভালো রোজগারের সুযোগ রয়েছে (Business Ideas).
স্টক মার্কেটিংঃ
আপনার যদি স্টক বা শেয়ার মার্কেট সম্বন্ধে ভালো জ্ঞান বা পড়াশোনা থাকে তবে এই ব্যাবসা আপনার জন্য ভালো রোজগারের পথ হতে পারে। এখানে আপনার অভিজ্ঞতা যত বেশি আপনিও লাভ করতে পারেন তত বেশি। তাই ঘরে বসেই শুরু করতে পারেন এই কাজ।
নার্সারিঃ
আপনার যদি গাছপালা ভালো লাগে ও সেই বিষয়ে পড়াশোনা থাকে তবে স্টার্ট আপের ক্ষেত্রে নার্সারি হতে পারে ভালো অপশন। সেক্ষেত্রে একটি স্পেস লাগবে আপনার। আর গাছপালার প্রতি যত্ন থাকতে হবে।
ফ্রিল্যান্সিংঃ
বর্তমানে অত্যন্ত পপুলার ও লাভ জনক কাজ এই ফ্রিল্যান্সিং। আপনি যদি লিখতে পারেন, ভালো ছবি তুলতে পারেন, ভালো ভিডিও এডিটিং করতে পারেন অথবা যদি লোগো ডিজাইন করতে পারেন, তবে বিভিন্ন সংস্থার হয়ে ফ্রিল্যান্সিং কাজ করে নিজের মতো করে ঘরে বসেই রোজগার করতে পারবেন।
হাতে আর মাত্র 3 দিন! এখনি আবেদন করুন। সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরি।
টিফিন সেন্টারঃ
এখন নানা জায়গা তেই ছোট ছোট টিফিন সেন্টার ওপেন করে মানুষ রোজগার করছেন। স্ন্যাকস জাতীয় খাদ্য, শুকনো খাবার, ফাস্ট ফুড তৈরি করে বিক্রি করতে পারেন। এতে কিন্তু লাভ মন্দ নয় (Business Ideas).
হোম ডেলিভারিঃ
আপনার যদি রান্নার প্রতি মন ও আগ্রহ থাকে তবে হোম ডেলিভারি ব্যাবসা শুরু করতেই পারেন। এর জন্য সুস্বাদু হাতের রান্না ও বাড়ি বাড়ি পৌছে দেওয়ার মতো সুবিধা রাখতে হবে। বাকি তো আপনার হাতের ম্যাজিক।
ফাস্ট ফুড সেন্টারঃ
যেহেতু বাঙালি খাদ্যরসিক তাই ফাস্ট ফুড সেন্টার থেকে এখন মাসে মাসে বিপুল টাকার লাভ। অল্প স্থানে, স্বল্প পুঁজিতে খুলে ফেলুন ফাস্ট ফুড সেন্টার। মাস গেলে হাতে আসবে মোটা টাকার রোডগার।
অনলাইন কোর্সঃ
আপনি যদি আগ্রহী হন, থবে ঘরে বসেই বিভিন্ন কোর্স করিয়ে টাকা উপার্জন করতে পারেন। আপনার যে বিষয়ে দক্ষতা আছে সেই বিষয়কেই কাজে লাগাতে পারেন। আপনি যদি শেখাতে পারেন, তবে এই কাজে রয়েছে অর্থ উপার্জনের উপায় (Business Ideas).
স্বল্প বিনিয়োগ করলেই বড় অংকের টাকা রিটার্ন পাবেন সরকারের এই প্রকল্পে।
প্রোডাক্ট সেলঃ
অনলাইনে এখন বিভিন্ন মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা যায়। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম-সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারেন আপনি। বিক্রির দক্ষতা ও প্রোডাক্ট ভালো হলে আপনার মাসিক রোজগার কিন্তু মন্দ হবেনা।
Written by Arshi Chakraborty.