সরকারি ও বেসরকারি মিলিয়ে আমাদের দেশে মোট ৩৩ টি ব্যাংক রয়েছে। বর্তমানের যুগে টাকা পয়সা লেনদেন এর জন্য ব্যাংকিং সিস্টেম এর গুরুত্ব অনেক বেশি। এক সরকারি পরিসংখ্যান অনুসারে কয়েক কোটি মানুষের Bank অ্যাকাউণ্ট আছে। আর এই সকল মানুষেরা মুলত সরকারি ও বেসরকারি মিলিয়ে এই ৩৩ টি Bank এই নিজেদের টাকা রাখেন। কিন্তু সবার মনে নিজেদের কষ্টের পুঁজি জমা দেওয়ার আগে চিন্তায় থাকেন, সকলে ভাবেন যে কোন Bank সবচেয়ে বেশি নিরাপদ যেখানে টাকা রাখলে মার যাওয়ার আর কোন চিন্তা থাকবে না।
সবচেয়ে সুরক্ষিত ব্যাংকে টাকা রাখুন এবং নিশ্চিন্তে থাকুন।
দেশের মানুষদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য RBI (Reserve Bank Of India) এর তরফে দেশের প্রথম সারির কিছু ব্যাংকের নাম ঘোষণা করা হয়েছে। যেই গুলি সবচেয়ে বেশি নিরাপদ ও সুরক্ষিত। কিন্তু এর মানে এই নয় যেই ব্যাংকের নাম প্রথম সারিতে নেই সেই গুলি অসুরক্ষিত। D – SIB (Domestic Systematicaly Important Bank) এর তালিকা প্রকাশ করা হয়েছে। দেখে নিন এই তালিখাতে দেওয়া নাম সম্পর্কে।
১) State Bank Of India (SBI):-
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত Bank হল ষ্টেট ব্যাংক। দেশের মোট ৪৫ কোটিরও বেশি গ্রাহকের এই খানে অ্যাকাউণ্ট আছে। সেভিংস অ্যাকাউণ্ট, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম, কারেন্ট অ্যাকাউণ্ট, পেনশন এই ছাড়াও আরও অনেক ধরণের সুবিধা পাওয়া যায়। এই সকল কারণের জন্য সবচেয়ে সুরক্ষিত Bank এর তালিকাতে ষ্টেট Bank এর নাম আছে।
২) Housing Development Finance Corporation (HDFC):-
বেসরকারি Bank গুলোর মধ্যে 1 নম্বর স্থানে রয়েছে HDFC. এরই সঙ্গে সবচেয়ে সুরক্ষিত তালিকাতেও প্রথম সারিতে এর নাম আছে। ৫ কোটির বেশি গ্রাহকের অ্যাকাউণ্ট এখানে আছে। SBI এর মতো সকল ধরণের ব্যাংকিং সুবিধা আপনারা এখানেও পাবেন। এর অতিরিক্ত অনেক আকর্ষণীয় ডেবিট ও ক্রেডিট কার্ডও আপনারা পাবেন।
৩) Industrial Credit And Investment Corporation Of India (ICICI):-
এটি Private Bank দের তালিকাতে দ্বিতীয় স্থানে রয়েছে। দেশের কয়েক কোটি মানুষের অ্যাকাউণ্ট এখানে আছে। এই Bank এর ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনারা বিদেশে অতি কম কমিশনে টাকা লেনদেন করতে পারবেন। এছাড়াও দেশ ও বিদেশের বিমানবন্দরে বিনামূল্যে লাউঞ্ছ এর সুবিধা আপনারা পেতে পারবেন।
৪) Punjab National Bank (PNB):-
দেশের সরকারি Bank গুলির মধ্যে অন্যতম হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আজ থেকে ১২৮ বছর আগে এর স্থাপনা হয়েছে এবং প্রায় ২০ কোটি নাগরিকের এইখানে অ্যাকাউণ্ট আছে। এখানে ফিক্সড ডিপোজিট ও দীর্ঘ কালীন মেয়াদের বিনিয়োগে বেশি লাভ পাওয়া যায়।
৫) AXIS Bank:-
ভারতের সকল বেসরকারি Bank গুলির মধ্যে আক্সিস ব্যাংক এর নাম প্রথম সারিতে আসে। দেশের কয়েক কোটি মানুষের অ্যাকাউণ্ট এখানে আছে। ICICI এর মতোই AXIS Bank এরও অনেক ডেবিট ও ক্রেডিট কার্ড এর অফার আছে, যার মাধ্যমে আপনারা অনেক ধরণের আকর্ষণীয় ক্যাশব্যাক পাবেন।
পোস্ট অফিসের সেরা 5 স্কিম, পাবেন ব্যাংকের থেকেও বেশি সুদ, ঝড়ের গতিতে বাড়বে টাকা।