১৬৮ বছর আগে ১ লা অক্টোবর ১৮৫৪ সালে পোস্ট অফিস এর স্থাপনা করা হয়েছিল। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে দেশের সকল শ্রেণীর নাগরিকদের জন্য বিভিন্ন ধরণের Post Office Scheme নিয়ে আসা হয়েছে। আমাদের দেশের নাগরিকদের কাছে বিনিয়োগের একমাত্র ও প্রথম পছন্দ হল Post Office. কারণ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হওয়ার জন্য নিরাপত্তা ও ব্যাংকের থেকে বেশি রিটার্ন এই দুই কারণের জন্য সকল বিনিয়োগকারীর পছন্দ এই পোস্ট অফিস।
পোস্ট অফিস দিচ্ছে দারুণ সুযোগ, পেয়ে যান অতিরিক্ত সুদ।
পোস্ট অফিসে এমন অনেক প্রকল্প আছে যেই সকল প্রকল্পের মাধ্যমে আপনারা ৭.৬ শতাংশের বেশি সুদ পেতে পারবেন। বাচ্চা থেকে বয়স্ক সকল বয়সের ব্যাক্তিদের জন্য Post Office এর কাছে অনেক প্রকল্প আছে। এগুলির মধ্যে PPF, NSP, MIS, RD, FD অন্যতম। এই সকল প্রকল্পে আপনারা ব্যাংকেও টাকা রাখতে পারবেন। কিন্তু এই সকল প্রকল্পে ব্যাংকের থেকে বেশি সুদ পাওয়া যায়। আজকের এই আলোচনাতে আমরা সেরা ৫ টি স্কিম সম্পর্কে জেনে নিতে চলেছি।
পোস্ট অফিস এর সেরা ৫ টি স্কিমঃ-
১) সুকন্যা সমৃদ্ধি যোজনাঃ-
কেন্দ্রীয় সরকারের তরফে দেশের সকল মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার উদ্দেশ্যে এই প্রকল্পের সূত্রপাত করা হয়েছিল। প্রতি বছর স্বল্প কিছু টাকা জমিয়ে আপনারা নিজেদের মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবেন। ২৫০ টাকা থেকে আপনারা এই প্রকল্পে পোস্ট অফিস এর মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। মোট ১৫ বছর এই প্রকল্পে টাকা রাখতে হয়।
২) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটঃ-
স্বল্প সময়ের জন্য যদি কেউ বিনিয়োগ করতে চান তাহলে এই প্রকল্পটি তাদের জন্য। কারণ এই প্রকল্পে মাত্র ৫ বছর টাকা রাখতে হবে। বর্তমানে এই প্রকল্পে ৭ শতাংশের কাছাকাছি সুদ পাওয়া যাচ্ছে। এই প্রকল্পে আপনারা একবার টাকা রেখেই ৫ বছর বাদে টাকা সুদ সমেত তুলতে পারবেন। প্রতিমাসে ঘোরাফেরার কোন প্রয়োজন নেই।
৩) প্রভিডেন্ট ফান্ডঃ-
এটি একটি দীর্ঘ মেয়াদি প্রকল্প। দীর্ঘ ১৫ বছরের জন্য এই প্রকল্পে আপনাদের টাকা জমা করতে হবে পোস্ট অফিস এর মাধ্যমে। কিন্তু কেউ চাইলে মাত্র ৫ বছরও এই প্রকল্পে টাকা রাখতে পারবেন। ২৫০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত জমা করতে পারবেন। এই প্রকল্প শুরুর ৪ বছর পর থেকে আপনারা ইচ্ছে করলে ঋণও নিতে পারবেন।
৪) মান্থলি ইনকাম স্কিমঃ-
পোস্ট অফিস এর সেরা স্কিমের মধ্যে মান্থলি ইনকাম স্কিম অন্যতম। প্রতিমাসে আপনারা এই প্রকল্পের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টাকা রোজগার করতে পারবেন বিনা কোন পরিশ্রম করে। কিন্তু এই প্রকল্পে আপনারা ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন। কিন্তু পরিবারে ৪ জন সদস্য হলে ১৮ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যাবে।
৫) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমঃ-
দেশের সকল ৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য পোস্ট অফিস এর তরফে এই স্কিম নিয়ে আসা হয়েছে। ৫ বছরের জন্য এই আমানতে ৭.৫ শতাংশ এর কাছাকাছি সুদ পাওয়া যাবে। এই প্রকল্পে সকল অবসরপ্রাপ্ত সরকারী ও বেসরকারি কর্মীরাও বিনিয়োগ করতে পারেন ভালো রিটার্ন পাওয়ার জন্য।