সকল নাগরিকদের হিত সাধনের জন্য সরকারের তরফে নানান প্রকল্প নিয়ে আসা হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে সকল রাজ্য সরকারের তরফে বিভিন্ন প্রয়োজনের জন্য ও সমাজের সকল বর্গের মানুষদের কল্যাণ সাধনের জন্য এই সকল Govt Scheme নিয়ে আসা হয়েছে। আজকে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কিছু জনপ্রিয় Scheme সম্পর্কে আলোচনা করতে চলেছি। ২০১১ সালের পর থেকে রাজ্যের প্রায় সকল বয়সের নাগরিকদের জন্য অনেক Scheme নিয়ে আসা হয়েছে। আজকে আমরা মোট ৫ টি প্রকল্প নিয়ে আলোচনা করতে চলেছি।
এই সকল সরকারী প্রকল্পে শীঘ্রই আবেদন করুন, সুবিধা পাওয়ার জন্য।
১) লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পঃ-
রাজ্যের সকল মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) স্কিম নিয়ে আসা হয়েছে। ১.৬ কোটির বেশি মহিলারা এর মাধ্যমে সুবিধা পাচ্ছেন। SC, ST ক্যাটেগরির মহিলারা ১ হাজার টাকা ও জেনারেল ক্যাটেগরির মহিলারা ৫০০ টাকা করে প্রতিমাসে সরকারের তরফে আর্থিক সাহায্য পাবে।
২) গতিধারাঃ-
রাজ্যের সকল বেকার যুবক যুবতীদের জন্য সরকারের তরফে এই স্কিম নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে সকলে ১ লক্ষ টাকা পর্যন্ত সরকারী সাহায্য পাবে বা ৩০% পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে গাড়ি কেনার জন্য। গাড়ি কেনার মাধ্যমে সকল যুবক – যুবতীরা স্বাবলম্বী হতে পারে।
৩) কন্যাশ্রী প্রকল্পঃ-
রাজ্যের মেয়েদের পড়াশুনার দিকে আগ্রহ বৃদ্ধি করার উদ্দেশ্যে সরকারের তরফে এই স্কিম শুরু করা হয়েছে। ১০ – ১৯ বছর বয়সি মেয়েদের এই আর্থিক সাহায্য প্রদান করা হয় বিদ্যালয়ের মাধ্যমে। বার্ষিক এই সাহায্যের মাধ্যমে সকলে নিজেদের পড়াশুনার খরচ তুলে নিতে পারবেন।
৪) খাদ্যসাথী প্রকল্পঃ-
রাজ্যের প্রায় ৯ কোটি গ্রাহকদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে চাল – গম প্রদান করা হয়। এছাড়াও গরিব সীমার নিচে বসবাসকারি মানুষদের আরও অনেক খাদ্যদ্রব্য প্রদান করা হয়ে থাকে। এর ফলে সকল গরিব মানুষদের উপকার হয়।
৫) সবুজ সাথীঃ-
এর মাধ্যমে রাজ্যের সকল নবম – দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। এর মাধ্যমে প্রায় ১ কোটির কাছাকাছি সাইকেল বিতরণ করে দেওয়া হয়েছে। রাজ্যের যে কোন সরকারী বিদ্যালয়ে পাঠরত সকলে এই সুবিধা পাবেন বলে ঘোষণা করা হয়েছে, সরকারের তরফে। এই সকল প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মানুষের অনেক সুবিধা হয়েছে।
সকল ছাত্র ছাত্রীদের জন্য 5 টি সেরা সরকারি স্কলারশিপ, আবেদনের পদ্ধতি সম্পর্কে জেনে নিন।
Amer kannyasree school thake kore ni ami sob documents joma dabar sorteo