Business Idea – 6 টি সেরা বিজনেস আইডিয়া! মহিলারা এখন ঘরে বসেই আয় করতে পারবে হাজার হাজার টাকা।

বর্তমানে সব মহিলারাই স্বনির্ভরশীল। তাই মহিলাদের স্বনির্ভর করার জন্য আমরা নিয়ে এলাম কিছু Business Idea. নিজের হাতে টাকা রোজগার করে নিজের ও পরিবারের চাহিদা পূরণ করতে চান তাঁরা। দেশের মহিলারা এখন কর্মক্ষেত্রে নিজেদের পারদর্শিতা প্রমাণ করছেন। আবার অনেকেই চাইছেন নতুন কিছু করে টাকা রোজগার করবেন। আজকের এই প্রতিবেদনে তাই সকল মহিলাদের জন্যই সেরা 6 টি কাজের সন্ধান বা Business Idea দেওয়া হলো। গৃহবধূ থেকে কলেজ পড়ুয়া সকলেই এই কাজগুলি করে মাস গেলে হাজার হাজার টাকা রোজগার করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিস্তারিত।

Top 6 Home Business Idea for Women

  • শেয়ার বাজার (Shear Market)
  • ফিটনেস ট্রেনিং (Fitness Training)
  • কোচিং সেন্টার (Coaching Center)
  • ফ্রিল্যান্সার কনটেন্ট রাইটিং (Freelancing)
  • বাড়িতে বিউটি পার্লার (Beauty Parlour)
  • হোম ডেলিভারি (Home Delivery)

শেয়ার বাজার (Shear Market)

বাড়িতে বসে ব্যবসার পরিকল্পনা বা Business Idea এর প্রথম দিক হলো শেয়ার বাজার। কারণ শেয়ার বাজারের কাজ করে ঘরে বসেই রোজগার করা যায় হাজার হাজার টাকা। বর্তমানে শেয়ার মার্কেটের বিজনেস যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। তবে এর মাধ্যমে টাকা রোজগার করতে হলে শেয়ার বাজার সম্পর্কে কিছু জ্ঞান থাকতে হবে। এছাড়া, শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ডে টাকা জমিয়েও রোজগার করতে পারবেন আপনারা।

ফিটনেস ট্রেনিং (Fitness Training)

ব্যস্ততা ও অনিয়মের সমাজে স্বাস্থ্যের খেয়াল রাখা সম্ভব হয়না। ফলস্বরূপ শরীরে জমে মেদ। নিয়মিত জীবনযাত্রার ফাঁকে এখন অনেক মানুষই জিম ও যোগাসন করতে চান। এখন অনেকেই বাড়িতে যোগাসনের ক্লাস করান। যাকে ফিটনেস ট্রেনিংও বলা চলে। মহিলারা সপ্তাহে দুই/তিন দিন এই ক্লাস করিয়ে অর্থ উপার্জন করতে পারেন (Business Idea).

কোচিং সেন্টার (Coaching Center)

শিক্ষকতার কোনোও বিকল্প নেই। আপনার যদি পড়াতে ভালো লাগে তবে বাড়িতেই খুলে ফেলতে পারেন কোচিং সেন্টার। ক্লাস অনুসারে ও বিষয় অনুসারে ধার্য করতে পারেন টিউশন ক্লাসের ফি। বর্তমানে অনেকেই আছেন যাঁরা কোচিং সেন্টার খুলে মাসে লাখ টাকা রোজগার করেন। আর তাই এই পেশাটি বেছে নিতে পারেন আপনিও (Business Idea).

40 হাজার টাকা বেতনে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত।

ফ্রিল্যান্সার কনটেন্ট রাইটিং (Freelancing)

ফ্রিল্যান্সিং বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি পেশা। বিভিন্ন কোম্পানির সঙ্গে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে মাসে মাসে মোটা অঙ্কের টাকা রোজগার করতে পারেন আপনিও। এছাড়া কনটেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে। ভালো করে কাজ করলে ঘরে বসে রোজগার করার শ্রেষ্ঠ মাধ্যম হতে পারে এটি (Business Idea).

Hindustan Petroleum (হিন্দুস্তান পেট্রোলিয়াম)

বাড়িতে বিউটি পার্লার (Beauty Parlour)

রূপচর্চা ও রূপটানে আগ্রহ নেই এমন নারী খুঁজে পাওয়া কঠিন। আর তাই বাড়ির স্বল্প পরিসর স্থানে ছোট্ট পার্লার বানিয়ে নিতে পারেন আপনিও। তবে টুকটাক কাজ জানতে হবে। স্কিন কেয়ার, মেক আপ, হেয়ার স্টাইল, হেয়ার কাটিং ছাড়াও ব্রাইডাল মেক আপ, অনুষ্ঠানের সাজসজ্জা পিছু মোটা অঙ্কের টাকা উপার্জন করতে পারেন।

এখন বাড়ি গিয়েও পার্লার ট্রিটমেন্ট করানো হয়। ক্লাইন্ট যেমন আপনার বাড়ি আসবে, আপনিও ক্লাইন্টের বাড়ি গিয়ে মেকআপ আর্টিস্ট রূপে কাজ করতে পারেন। ইদানিং এই পেশায় আগ্রহীদের জন্য বিউটিশিয়ান কোর্স করানো হয়। যা পেশাদারি ক্ষেত্রে বিশেষ দরকারি ভূমিকা রাখে।

এলআইসির দুর্দান্ত 4 টি নতুন প্ল্যান! বিনিয়োগে মাত্রই মিলবে একাধিক সুবিধা।

হোম ডেলিভারি (Home Delivery)

রান্নাবান্না ভালোবাসেন সব বাড়ির মহিলারাই। তাই দেশের সমস্ত গৃহবধূরা হোম ডেলিভারির ব্যবসা চালু করতে পারেন ঘরে বসে। ভালো রান্না করে বাড়ি বাড়ি পৌছতে পারলে আপনার রাঁধুনি গুণের কদর বাড়বে। আবার মাসে মাসে ভালো উপার্জন আসবে পকেটে। রান্না ভালো হওয়ার পাশাপাশি ভালো ডেলিভারির ব্যবস্থা রাখতে হবে। প্রথমে ছোটো পরিসরে শুরু করে পরবর্তীতে এই ব্যবসার পরিসর বাড়াতে পারেন। সঠিকভাবে এগোলে এই কাজ থেকেই ভালো রোজগার করা সম্ভব।
Written by Arshi Chakraborty.

Leave a Comment