আধার কার্ড অফিসের তরফ থেকে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (UIDAI Recruitments). এটি একটি কেন্দ্র সরকারের নিয়োগ। UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আমাদের আধার কার্ড দিয়ে থাকে। এটি সরকারী বিভাগ যা ভারত বাসীদের শনাক্তকরণের জন্য 12 সংখ্যার শনাক্তকরণ নাম্বার বরাদ্দ করে থাকে। অফিসিয়াল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে UIDAI তার কর্মী নিয়োগের খবর প্রচার করেছে।
UIDAI Recruitments Current Vacancies
এখানে 3 টি পোস্টের জন্য কর্মী নিয়োগ করা হবে। তবে তা সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে। চুক্তির ওপর ভিত্তি করে 5 বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে তবে প্রয়োজনে আপনাকে 3 বছরও রাখা হতে পারে। আবার প্রয়োজনে আপনাকে 5 বছরের বেশিই রাখা হতে পারে। পশ্চিমবঙ্গের যেকোনো নারী ও পুরুষ এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। তবে এখানে উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাই শুধু মাত্র আবেদন জানতে পারবেন।
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিদের ক্ষেত্রে এখানে কোনো পদশূন্যতা নেই। পদগুলিতে আবেদনের জন্য লাগছে বিশেষ কিছু কোয়ালিফিকেশন ও বয়সসীমা এছাড়া আপনারা মাসিক কত বেতন পেতে পারেন তা আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন (UIDAI Recruitments).
- ভাক্যান্সী ডিটেলস
- শিক্ষাগত যোগ্যতা
- বেতন ও বয়সসীমা
- আবেদন পদ্ধতি
ভাক্যান্সী ডিটেলস
মোট 3 টি শূন্য পদ রয়েছে। 3 টিই হলো আলাদা আলাদা শূন্যপদ। প্রথমটি হলো অ্যাসিস্টেন্ট একাউন্টেন্ট অফিসার, দ্বিতীয়টি হলো প্রাইভেট সেক্রেটারি এবং তৃতীয়টি হলো সেকশন অফিসার।
শিক্ষাগত যোগ্যতা
প্রতিটি পদের জন্যই উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং ধৈর্যশীল ব্যাক্তির প্রয়োজন (UIDAI Recruitments). কারণ এও পদগুলির গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। একাউন্টেন্ট এর পদটির জন্য আপনাকে MBA বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। এছাড়া সংগঠিত কোনো প্রতিষ্ঠানে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সেকশন অফিসারের ও প্রাইভেট সেক্রেটারি পদে আবেদনের জন্য সপ্তম বেতন কমিশনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও বয়সসীমা
এখানে 3 টি পদের জন্য ম্যাট্রিক্স লেভেল 8 অনুযায়ী 7th CPS হিসাবে বেতন পাবেন। তবে বেতন প্রত্যেকটি পদে জন্য হবে আলাদা আলাদা (UIDAI Recruitments). সর্ব নিম্ন 47 হাজার টাকা থেকে শুরু করে 1.51 লাখ টাকা অব্দি আপনারা বেতন পেতে পারেন। তবে পদ ও বেতন আলাদা আলাদা হলেও বয়সসীমা কিন্তু একই থাকছে। এ ক্ষেত্রে বয়সের কোনো বৈষম্য নেই। প্রত্যেকটি পদের জন্য আপনার বয়স হতে হবে 56 বছরের মধ্যে।
আবেদন পদ্ধতি
সবচেয়ে গুরুত্বপূর্ন বিষয় একটি দীর্ঘ সময় ধরে এই আবেদন পদ্ধতি চলবে। 15 মে পর্যন্ত আপনারা আবেদন জানাতে পারবেন। তবে অনলাইনে কোনো ভাবেই আবেদন করা যাবেনা। অনলাইনে আবেদন করতে হবে এবং টা এডুকেশন কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সহ সঠিক ঠিকানায় পৌঁছে দিয়ে হবে।
পৌরসভায় কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশেই করতে পারবেন আবেদন
প্রথমে ফর্মটি অনলাইন থেকে একটি A4 সাইজ পেপারে প্রিন্ট করে নিতে হবে। তারপর ফর্ম ফিল আপ করে উপরে উল্লিখিত ডকুমেন্টস সহ একটি খামে ভরে নিন। এরপর এই খামটি Director (HR), Unique Identification Authority Of India, Adhaar Complex, NTI Layout, Tata Nagar, kodigehalli, Technology Centre, Bengaluru – 560092 এই ঠিকানায় পাঠিয়ে দিন।