Indian Currency – বাজারে আসতে চলেছে নতুন ভাবে 100 টাকার নোট, RBI এর নতুন নির্দেশ।

বাজারে আসতে চলেছে নতুনভাবে 100 টাকার নোট (Indian Currency). নোট বদলির পড়ে বাজারে চালু হয়েছিল ল্যাভেন্ডার কালারের চকচকে পাতলা নোট। এই নোট ব্যবহারে জন সাধারণের খুবই অসুবিধা হচ্ছিল। পাতলা কাগজের এই 100 টাকার নোটটি যদি একটু বৃষ্টিতে ভিজে যায় তাহলেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা ছিল প্রবল। বৃষ্টিতে ভেজার পর নোট গুলিকে যদি শুকনো করতে দেওয়া হয় তাহলেও সেই নোটের অবস্থা হয়ে যাচ্ছিল বেহাল।

Updated 100 Rupee Indian Currency

পুরনো দিনের যে নোট গুলি ছিল তা এই নোটগুলির তুলনায় প্রায় অনেকটাই পুরু ছিল। কিন্তু তার তুলনায় নতুন 100 টাকার নোট এতটাই কম টেকসই যে কোনো প্রকারে যদি কোনো বাচ্চার হতে পড়ে যায় না কখন মানিব্যাগ থেকে একটু তাড়াহুড়োয় বার করতে গেলেই টা ছিঁড়ে যাচ্ছে।

পার্সোনাল লোনের ওপর থাকছে সবচেয়ে কম সুদ, আজই জানুন কোন ব্যাংক।

নতুন ভাবে যে নোট (Indian Currency) গুলো বাজারে ছাড়া হবে সেই নোটের রং হবে পার্পেল কালার। সাথে থাকছে গান্ধীজির ছবি ও অশোকচক্র। নোটের পিছনে থাকবে ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যশালী স্থাপত্য গুজরাটের ‘ রানী কি ভাব’, সাথে থাকছে RBI এর গভর্নরের সাইন। দৈর্ঘ্য থাকছে 142 মিলিমিটার ও প্রস্থ 66 মিলিমিটার।

LPG Gas - (এলপিজি গ্যাস)

(Indian Currency) নোটের বা দিকে থাকবে সচ্ছ ভারত এর লোগো ও স্লোগান। অর্থাৎ নোটের সাইজ, লুক কোনো দিক থেকেই কোনো পরিবর্তন করা হবেনা। তবে পুরনো নোটগুলি আরো বেশি টেকসই করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বার্নিশের কোটিং লাগিয়ে দেবে। এর ফলে নোট ভিজে গেলে বা দ্রুততার সাথে বার করতে গেলেও ছিঁড়ে যাবেনা বা তেমন কোনো ক্ষতি হবেনা।

এছাড়া আরো একটি নতুন বৈশিষ্ট্য যোগ হতে চলেছে এর সাথে। দৃষ্টিহীনরা যাতে 100 টাকার নোট ধরেই বুঝে যেতে পারেন যে সেটা 100 টাকার নোট এমনটাই বন্দোবস্ত করা হচ্ছে। নোটের মাঝে যে 100 সংখ্যাটা লেখা থাকতো সেটাই হয়তো এত পুরুর করে দেওয়া হবে এমনটাই ইঙ্গিত করা হচ্ছে।

 ভোটের মুখে বাজারে আসছে, নতুন 100 টাকার নোট। আগের নোট বাতিল? কি করবেন?

রিজার্ভ ব্যাঙ্কের এর সিদ্ধান্তের ফলে জন সাধারণের অনেক অংশেই উপকার হয়েছে। এছাড়া দৃষ্টিহীনদের জন্য এই রিজার্ভ ব্যাংকের এই উদ্যোগ সত্যিই খুব প্রসংশনীয়। আবার আশা করা যাচ্ছে জনসাধারণের মধ্যে 100 টাকার নোট নিয়ে বিক্ষোভ কমবে। এতদিন ব্যাংক, এটিএম গুলির থেকে মানুষ 100 টাকার নোট নিয়ে চাইছিলেন না সেই মানসিকতাও মানুষের মধ্যে আর থাকবেনা।

Leave a Comment