অনেক চাকরিপ্রার্থীদেরই স্বপ্ন থাকে যে তাঁরা পড়াশোনার পর শিক্ষকতার পেশায় যুক্ত হবেন। কিন্তু পশ্চিমবঙ্গের Teacher Recruitment এ যে হারে জটিলতা চলছে, সেখানে চাকরি পাওয়া নিয়ে সংশয়াচ্ছন্ন চাকরিপ্রার্থী যুবক যুবতীরা। তবে এরইমধ্যে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের এক স্বনামধন্য বিদ্যালয়। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সম্প্রতি কর্মখালির ঘোষণা করা হয়েছে।
Upper Primary Teacher Recruitment in 2023
যে সমস্ত প্রার্থীরা বি.এ (B.A) পাশ করেছেন সঙ্গে বি.এড (B.ED) ডিগ্রি রয়েছে, তাঁদের সকলে এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। তো আসুন আর দেরি না করে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক Teacher Recruitment এর আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতি-সহ আরও অন্যান্য বিস্তারিত তথ্য সম্পর্কে।
ভ্যাকেন্সি ডিটেলসঃ
সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রামকৃষ্ণ মিশন বয়েজ হোম জুনিয়র হাইস্কুল। এই বিদ্যালয়টি একটি স্বীকৃত অ-সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল। রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা এই বিদ্যালয়ের নিয়োগে আবেদন জানাতে পারবেন। নির্বাচিতদের নিয়োগ করা হবে সহকারী শিক্ষক পদে।
এই Teacher Recruitment এর মোট শূন্যপদের সংখ্যাটি প্রকাশ করা হয়েছে মূল বিজ্ঞপ্তিতে। নির্বাচিতদের বেতন দেওয়া হবে রাজ্য সরকারের বেতন কাঠামো মেনে। তবে আবেদন জানানোর জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, ও অন্যান্য যোগ্যতার মাপকাঠি রেখেছে বিদ্যালয়। চাকরিপ্রার্থীদের কোন কোন যোগ্যতা মানতে হবে আসুন জেনে নেওয়া যাক একনজরে।
শিক্ষাগত যোগ্যতাঃ
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই Teacher Recruitment এ অংশ নিতে চান, তাঁদের অবশ্যই B.A পাশ করে থাকতে হবে। এছাড়া, ওই প্রার্থীদের B.Ed ডিগ্রিও থাকতে হবে। যেহেতু প্রার্থীদের মূলত উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি লেভেলে নিয়োগ করা হবে, তাই উল্লিখিত শিক্ষাগত যোগ্যতাকে বাধ্যতামূলক করা হয়েছে।
বয়সসীমাঃ
যে সমস্ত প্রার্থীরা এই Teacher Recruitment এ অংশ নিতে চান, তাঁদের অবশ্যই আবেদনের বয়সসীমার বিষয়ে জেনে নিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনকারীর বয়স হতে হবে, 21 থেকে 40 বছরের মধ্যে। এর চেয়ে বেশি বয়সের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন না। যদিও, এখানে বলা হয়েছে যে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন (SC/ST) বয়সে 5 বছরের ছাড় পাবেন। OBC-A/B প্রার্থীরা পাবেন 3 বছরের ছাড়। আর প্রতিবন্ধী প্রার্থীরা পাবেন বয়সে 4 বছরের ছাড়।
সরকারী ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। বয়স 37 বছরের মধ্যে হলেই আবেদন করুন।
আবেদন পদ্ধতিঃ
এই Teacher Recruitment এর আবেদন জমা নেওয়া হবে অনলাইন মারফত। এর জন্য চাকরিপ্রার্থীদের ভিজিট করতে হবে (www.rkmjhsrahara.org) ওয়েবসাইটে। এই সাইট মারফত সরাসরি আবেদন জানাতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সম্পন্ন করতে পারবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টসঃ
আবেদন জানানোর সময় যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলি হল –
১) শিক্ষাগত যোগ্যতার প্রমান,
২) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
৩) পরিচয় পত্র,
৪) জাতিগত শংসাপত্র,
৪) টেট পাশের সার্টিফিকেট,
৫) B.Ed করার ডকুমেন্টস,
৬) পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি।
বদলে গেল প্রাইমারি টেট পরিক্ষার নিয়ম! কোন নিয়মে পরিবর্তন এল দেখে নিন।
নিয়োগ প্রক্রিয়াঃ
মূলত দুই ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে এই বিদ্যালয়। প্রথম ধাপে লিখিত পরীক্ষা ও দ্বিতীয় ধাপে ইন্টারভিউ নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ দিতে পারবেন। সবশেষে সকল প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।