এপ্রিলের শুরুতেই একগুচ্ছ চাকরির খবর বা Job Recruitment। যারা দিশেহারা হয়ে এদিক ওদিক একটি চাকরির আশায় ছুটছেন, তাদের জন্য এটি একটি বড় খুশির খবর হতে চলেছে। এপ্রিল মাসে তারা তাদের স্বপ্ন পূরণের প্রাপ্তি ঘটাতে পারে। চলতি মাস বাংলায় নতুন বছর পরার মাস এই মাস কে চাকরি প্রার্থীদের জন্য খুশির আমেজ বয়ে এনেছে। এই মাসে আপনি চেষ্টা করলে চাকরি পেতে পারেন।
Urgent Government Job Recruitment
এই মাসে এতো পরিমাণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে যে এই মাস কে পুরো চাকরির চাকরির মাসই বলা যেতে পারে। আমার আগেই উল্লেখ করেছি একটি নয় অনেক গুলি চাকরির খবর তথা Job Recruitment রয়েছে যা আমরা আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চলেছি।
- কর্মী নিয়োগ
- যোগ্যতা
- আবেদন পদ্ধতি
কর্মী নিয়োগ
রাজ্য পুলিশ ১০ হাজার কনস্টেবল পদে নিয়োগ, এখনো সিভিক ভলেন্টিয়ারদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ করা হবে, কন্যাশ্রী প্রকল্পের জন্য ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মীদের নিয়োগ করা হবে, একাধিক লাইব্রেরিয়ান সহ কলেজে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, স্যানিটারি ইন্পেক্টর পদে কর্মী নিয়োগ, স্কুলে নন টিচিং স্টাফ সিলেকশন, ICDS অঙ্গনওরারি নিয়োগ, এছাড়া গ্রাম পঞ্চায়েতে একাধিক পদে কর্মীদের নিয়োগ করা হবে (Job Recruitment)।
যোগ্যতা
কনস্টেবল পদে নিয়োগের (Job Recruitment) জন্য প্রার্থীদের শুধুমাত্র কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করলেই হবে। ডেটা এন্ট্রি অপারেটর পদে কাজের জন্য প্রার্থীদের অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে। এর জন্য তাদের একাডেমিক যোগ্যতা ইনফরমেশন সাইন্স বা ইনফরমেশন টেকনোলজিতে গ্রাজুয়েট হতে হবে।
লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য প্রার্থীদের লাইব্রেরি সাইন্স স্নাতক হতে হবে । এর পাশাপাশি আরেকটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে যেটি কলেজে গ্রুপ ডি পদে নিয়োগ তাদের নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করলেই হবে। ICDS অঙ্গনওয়ারি এবং গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাশ কর্মীর প্রয়োজন।
ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশানে DEO, MTS পদে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি।
আবেদন পদ্ধতি
প্রত্যেকটির আবেদন আপনাকে অনলাইন মারফৎ করতে হবে এবং প্রত্যেকটি পদের জন্যই আলাদা আলাদা ওয়েবসাইট আছে যেখানে আপনারা আসল বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন। সেখানে রেজিস্ট্রেসন করে ফর্ম ফিল আপ করতে হবে। সাথে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও ফটো কপি জমা দিতে হবে।
যে কে পদে আবেদনের জন্য আবেদন ফীর প্রয়োজন তাও অফিসিয়াল নোটিশে বলা থাকবে সেই অনুযায়ী ফী প্রদান করতে হবে। লাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য আপনাকে যেতে হবে www.wbcsconline.in ওয়েবসাইটে। পঞ্চায়েত চাকরির জন্য প্রযোজ্য ওয়েবসাইট wbprms.
পশ্চিমবঙ্গের কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশে চাকরির সুযোগ।
স্কুলে নন টিচিং স্টাফ সিলেকশনের জন্য আবেদন করতে হবে http://navodaya.gov.in এই ওয়েবসাইট টিতে। প্রত্যেকটি চাকরিই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং এই চাকরি গুলির বিষয়ে আরও ডিটেলসে জানতে আপনারা আমাদের ওয়েবসাইটটি ফলো করতে পারেন। এখানে প্রত্যেকটি চাকরি শূন্যপদ থেকে শুরু করে আবেদনের শেষ তারিখ অব্দি যাবতীয় তথ্য আপলোড করা হয়েছে।