পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে একগুচ্ছ শূন্যপদে BSK Recruitment 2023 এর কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত। এর মধ্যেই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে Webel Technology Limited এর তরফে। যে কোনো জেলার চাকরিপ্রার্থী তরুণ-তরুণীরা এই নিয়োগে আবেদনযোগ্য। তবে আবেদন জানানোর আগে জেনে নিতে হবে, কোন শূন্যপদে নিয়োগ? কত সংখ্যক প্রার্থী নিয়োগ পাবেন? কিভাবে আবেদন জানাতে হবে? ইত্যাদি। আসুন এই সকল বিষয়ে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি পড়ে নিন।
West Bengal BSK Recruitment 2023-24 Apply Online
- শূন্যপদ ও ভ্যাকেন্সি ডিটেলস
- আবেদন যোগ্যতা
- আবেদন পদ্ধতি
- প্রয়োজনীয় ডকুমেন্টস
- আবেদনের সময়সীমা
- নিয়োগ পদ্ধতি
শূন্যপদ ও ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি Webel Technology Limited এর তরফে যে BSK Recruitment 2023 এর নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেখানে মোট শূন্যপদের সংখ্যা 14 টি। প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল ও সফটওয়্যার ডিজাইনার পদের জন্য। নিযুক্তদের বেতন সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। তাই প্রার্থীরা বিজ্ঞপ্তিটি অবশ্যই মন দিয়ে পড়ে নেবেন।
আবেদন যোগ্যতা
(A) যে সমস্ত আগ্রহীরা চলতি BSK Recruitment 2023 এর নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন পড়ে নিন।
(B) যে সকল আগ্রহীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁদের বয়সসীমা সম্পর্কে ধারণা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই সকল আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। যদিও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি
(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হলো (www.wtl.co.in)।
(B) এরপর সেই ওয়েবসাইট মারফত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তার একটি পিডিএফ বানিয়ে নিতে হবে।
(C) তারপর সেই পিডিএফ ফাইলটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় মেল করে পাঠাতে হবে। তবে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। এ বিষয়ে বিশদ তথ্য পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
BSK Recruitment 2023 এ আবেদনের জন্য যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলি হল-
(A) ভোটার কার্ড,
(B) আধার কার্ড,
(C) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
(D) পাসপোর্ট সাইজের ফটো,
(E) বয়সের প্রমাণপত্র,
(F) স্থায়ী বাসিন্দার প্রমানপত্র,
(G) কাস্ট সার্টিফিকেট [যদি থাকে],
(H) চাকরিপ্রার্থীর নিজস্ব সিগনেচার,
(I) আবেদনকারী প্রার্থীর অভিজ্ঞতার সার্টিফিকেট ও অন্যান্য।
আবেদনের সময়সীমা
এই বাংলা সহায়তা কেন্দ্র কর্মী নিয়োগে আবেদন জানানো যাবে আগামী 31st ডিসেম্বর 2023 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা।
রাজ্যে শুরু হল শিক্ষক পদে নিয়োগ! যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি জেনে নিন।
নিয়োগ প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী দের নিয়োগ করা হবে। ইন্টারভিউর বিষয়ে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। আগ্রহী প্রার্থীরা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করুন।
Written by Arshi Chakraborty.