করোনা মহামারীর সময় Relief Fund Donation বা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল ও প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্ধ্যোপাধ্যায় এবং দেশের প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র মোদীর তরফে সকল নাগরিকদের নিজেদের সাধ্য অনুসারে এই দুই ত্রাণ তহবিলে আর্থিক দান করার জন্য অনুরোধ করা হয়েছিল এবং দেশের নাগরিকেরা নিজেদের সাধ্য ও ইচ্ছে অনুসারে এই দান করেছিলেন। কিন্তু সেই সময় এই দান করার জন্য অনেকেরই কিছু সমস্যায় পরতে হয়েছিল।
Relief Fund Donation For Poor People In West Bengal.
কিন্তু এই সকল সমস্যা থেকে রাজ্যের নাগরিকদের মুক্তি দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government Of West Bengal) এর তরফে এক বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। ত্রাণ তহবিলে (WB CM Relief Fund Donation) এখন থেকে সকল নাগরিকরা অনলাইনের মাধ্যমে এই টাকা জমা করতে পারবেন। এবার অনেকের মনে হতে পারে আমরা প্রত্যেকেই ট্যাক্স দিয়ে থাকি, তাহলে আবার দান করব কেন?
হ্যাঁ, আপনাদের এই চিন্তাটাও ভুল নয়। কারণ একেই ইনকাম ট্যাক্স (Income Tax), বাড়ির ট্যাক্স (House Tax) আরও অনেক ধরণের কর আমাদের দিতে হয় এই কারণে অনেকেই এই Relief Fund Donation দিতে রাজি হয়না। এই দান দেওয়ার জন্য কেউই বাধ্য নন, এটি সম্পূর্ণ আপনাদের ইচ্ছের ওপরে নির্ভর করছে। কিন্তু সমাজের সকল গরিব মানুষদের কথা চিন্তা করে তাদের স্বাস্থ্য, পড়াশোনা এই সকল কিছু জন্য আপনারা চাইলে এইখানে দান করতে পারেন। এছাড়াও বর্ষাকালে অনেক মানুষ বন্যার কবলে পরেন এই জন্য আপনারা এই কাজটি করতে পারেন।
Relief Fund Donation কিভাবে দান করবেন
- ১) অনলাইনের মাধ্যমে আপনারা এই কাজ নিজের বাড়ি থেকেই করতে পারবেন।
- ২) www.cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে।
- ৩) এরপর আপনাদের সামনে দুইটি অপশন আসবে শিক্ষা ও চিকিৎসা।
- ৪) এই দুই অপশনের মধ্যে আপনাকে যে কোন একটি অপশন বেছে নিতে হবে।
- ৫) এবারে আপনাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে নিজের সাধ্য অনুসারে দান করবেন।
Relief Fund Donation সম্পর্কে আরও কিছু তথ্য
১) সরাসরি সরকারি দফতর বা অনলাইনের মাধ্যমে এই কাজ সম্পন্ন করবেন।
২) কোন থার্ড পার্টি সংস্থা বা ব্যাক্তিদের ভরসা করবেন না।
৩) নিজে সচেতন ও নিশ্চিত হয়ে এই দান করবেন।
৪) দান পরম ধর্ম এই কথাটি প্রাচীনকালের অনেক মুনি ঋষিরা বলে গেছেন।
Credit Card – ক্রেডিট কার্ডে আবেদন করুন ও পেয়ে যান এই 7 টি সুবিধা সকল ব্যাংকে।
This is excellent scheme
Gread c