District Co-ordinator – 27 হাজার টাকা বেতনে চাকরির সুযোগ! জেনে নিন আবেদন পদ্ধতি

রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় চাকরি দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেলে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর (District Co-ordinator) পদে। বর্তমান যুগে চাকরির আকাল অবস্থায় কোনো চাকরির খবর এলেই মনের মধ্যে একটা আশার সঞ্চার ঘটে। আর এই মুহূর্তে আপনি যদি একটি ভালো চাকরির সন্ধান করে থাকেন তবে এই খবরটি আপনার জন্য। তাহলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

West Bengal District Co-ordinator Recruitment 2024

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • বেতন
  • আবেদনের যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

ভ্যেকেন্সি ডিটেল

পশ্চিম বর্ধমান জেলা পরিষদের প্রশাসনিক ওয়েবসাইটে এই ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেলে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর (District Co-ordinator) পদে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনি চাইলে সেই ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়ে দেখতে পারেন। তবে জানিয়ে রাখা ভালো, এই কাজটি চুক্তির ভিত্তিতে নেওয়া হচ্ছে। তবে কাজের ধরন দেখে ও পরবর্তী সময়ে পার্মানেন্ট হতেও পারে।

বেতন

রাজ্যের এই District Co-ordinator তথা ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেলে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে যারা কাজের জন্য নিযুক্ত হবেন তাদের প্রতি মাসে 27 হাজার টাকা বেতন দেওয়া হবে। পরবর্তীতে এই বেতন আর বাড়তে পারে।

আবেদনের যোগ্যতা

এই কাজের জন্য আপনাকে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাবলিক হেলথ বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে অথবা রুরাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ওয়ার্ক বিষয়ে অন্তর তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেলে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বা District Co-ordinator কাজের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 30থেকে 40 বছরের মধ্যে। এর বয়সের উর্দ্ধে বা নিম্নে কেউ যদি আবেদন করে থাকে তবে তা গ্রহণ করা হবে না।

আজই শেষ দিন! মাধ্যমিক পাশে ক্লার্কশিপ পরীক্ষার আবেদন জমা দিন।

আবেদন পদ্ধতি

প্রথমে প্রার্থীকে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে হোমপেজে যেতে হবে তারপর সেখান থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্টে’ অপশনে যেতে হবে। সেখানেই চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এরপর আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করতে হবে নিজের সমস্ত তথ্য দিয়ে। এর পর আবেদনপত্র এবং যে সমস্ত ডকুমেন্ট চাইবে সেগুলো বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে।

Fire Department (দমকল বিভাগ)

আবেদনের সময়সীমা

29th ডিসেম্বর থেকে 16th জানুয়ারি 2024 পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।
তাই আপনি যদি উক্ত পদে আবেদনের জন্য আগ্রহী হন তাহলে এই সুবর্ণ সুযোগ কাজে লাগান। এখনকার সরকারি চাকরির যা অবস্থা তাতে ঘরে বেকার বসে না থেকে চুক্তি ভিত্তিক হলেও একটা ভালো চাকরি পাওয়া অনেকটাই আর্থিক সহায়তা দেবে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।

আরও যদি অন্যান্য তথ্য এবং শর্তাবলি বিস্তারিত ভাবে জানতে চান আপনি চাইলে পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি চেক করতে পারেন। এমন আরও বিভিন্ন চাকরির খবর জানতে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ফলো রাখুন আমাদের পেজটিকে।
Written by Shampa Debnath

Leave a Comment