গরম কালে বিদ্যুতের চাহিদা (Electricity Bill) অনেক বেশি থাকে সমগ্র ভারতে, আর শুধুমাত্র দেশে নয় সমগ্র পশ্চিমবঙ্গেও এই চাহিদা প্রতিদিন অন্তর বৃদ্ধি পেতে চলেছে। আর এই চাহিদার জোগান রাজ্যের অনেক স্থানে দেওয়া যাচ্ছিল না আর এই নিয়ে রাজ্যের বিরোধী দলের তরফে সরকারের সমালোচনা করা হচ্ছিলো। কিন্তু এই লোডশেডিং (Loadsheding) নিয়ে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস এর তরফে এক গুরুত্বপূর্ণ কথা সকলকে জানানো হয়েছে।
Electricity Bill Payment Latest Update.
তিনি বলেন রাজ্যের বিভিন্ন স্থানে আচমকাই ঝড় বৃষ্টি শুরু হওয়ার ফলে বিদ্যুতের তার ও পোস্ট ভেঙ্গে পরে যাচ্ছে এবং এই কারণের জন্য কারেন্ট থাকছে না (Electricity Bill Payment). কিন্তু এছাড়াও তিনি চাহিদাকে এক বড় কারণ বলেছেন এর আগে মাত্র ৮০ লক্ষ মানুষকে এই বিদ্যুৎ সাপ্লাই করা হত কিন্তু বর্তমানে এই চাহিদা প্রায় ২.৫০ মানে আড়াই কোটির কাছাকাছি পৌঁছিয়ে গেছে এবং প্রতিদিন অন্তর এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
বিদ্যুৎমন্ত্রী অরুপ বিশ্বাস আরও বলেন যে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম (Electricity Bill In WB) আসাম, উত্তর প্রদেশ এর থেকে অনেক কম। আর এত কম দামে এই সুন্দর পরিষেবা দেওয়া হচ্ছে বলেও তিনি দাবি করেন। কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি অনুসারে বিদ্যুৎ উৎপাদনে বাংলা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। কিন্তু অনেকে অতিরিক্ত AC ব্যবহারকে এর জন্য দোষী বলেছেন।
কিন্তু অরুপ বিশ্বাসের গলায় অন্য সুর, তিনি বলেছেন যত ইচ্ছা এসি কিনুন, Washing Machine, TV, ফ্রিজ কিনুন কোন অসুবিধা নেই (Electricity Bill Check). বিদ্যুতের অভাবের কারণে এই সকল সমস্যা হচ্ছে না, রাজ্যে বিদ্যুতের কোন অভাব নেই আপনারা নিজেদের পছন্দের মত ইলেক্ট্রনিক জিনিস কিনতে পারবেন। কিন্তু সকলে এর জন্য নিজেদের বাড়ির লোডটা বারিয়ে নিন।
LPG Gas Price – বিরাট স্বস্তির খবর সকলের জন্য, রান্নার গ্যাসের দাম একধাক্কায় কমলো।
ইলেকট্রিক অফিসে কাজ করা যে কোন কাউকে বলে আপনারা এই কাজ সম্পন্ন করে নিতে পারবেন ( Online Electricity Bill Payment). কিন্তু এই কাজ অনেকে না করার জন্য ফিউজ উড়ে যাওয়া বা লো ভোল্টেজ এর মতো সমস্যা হচ্ছে রাজ্যে। এই সকল কথা মেনে চললে আর কোন সমস্যা হবে না বলে মনে করছেন অনেকে। এই নিয়ে আপনারা কি মনে করেন নিচে জানাবেন।
WB School Exam – ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষার নিয়মে পরিবর্তন করা হল।