Forest Department Recruitment – পশ্চিমবঙ্গের বনদপ্তরে মাধ্যমিক পাশে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। পশ্চিমবঙ্গের Forest Department Recruitment বা বনদপ্তরের তরফে একগুচ্ছ শূন্যপদে কর্মী নিয়োগ চলছে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যেকোনো প্রার্থী নতুন নিয়োগে আবেদন জানাতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থী এই নিয়োগে আবেদনযোগ্য। একটি নয়, একাধিক পদে চলছে এই নিয়োগ। কিন্তু কারা এই নিয়োগে আবেদন জানাতে পারবেন? কী কী যোগ্যতা ও নিয়ম থাকছে সংশ্লিষ্ট নিয়োগে? সমস্ত তথ্য তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে।

West Bengal Forest Department Recruitment 2024

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি
  • নিয়োগ প্রক্রিয়া

ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি পশ্চিমবঙ্গের বনদপ্তরের বা Forest Department Recruitment তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এক নয় বরং একাধিক পদে চলছে এই নিয়োগ। ফরেস্ট রেঞ্জ অফিসার, ফরেস্ট সেকশন অফিসার, ফরেস্ট বিট অফিসার, কারিগরী সহকারী, জুনিয়র অ্যাসিস্টেন্ট-সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করবে বন দফতর। মোট শূন্যপদের সংখ্যা 679 টি। অর্থাৎ বোঝা যাচ্ছে বিপুল শূন্যপদে চলছে এই নিয়োগ প্রক্রিয়া।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা বনদপ্তরের তথা Forest Department Recruitment নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় সংশ্লিষ্ট নিয়োগে আবেদন জানাতে পারবেন।

তবে বন দফতরের নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে। তাই আবেদন জানানোর আগে অফিসিয়াল সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে নেবেন।

বয়সসীমা

যে সকল প্রার্থীরা বনদপ্তরের তথা Forest Department Recruitment এই নতুন নিয়োগে আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, প্রার্থীদের বয়স আঠেরো বছর হলেই তাঁরা এই নিয়োগে অংশ নিতে পারবেন। অর্থাৎ যেকোনো প্রাপ্তবয়স্ক প্রার্থী চাকরির জন্য আবেদনযোগ্য।

স্টেট ব্যাংকে 1 লাখ টাকা বেতনে একগুচ্ছ শূন্যপদে কর্মী নিয়োগ।

আবেদন পদ্ধতি

(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে বন দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(B) এরপর এই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে প্রার্থীদের। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়েবসাইটে মারফত অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে জমা দিন। সমস্ত পার্সোনাল ডিটেলস সঠিকভাবে উল্লেখ করুন।

DVC Recruitment - দামোদর ভ্যালিতে নিয়োগ

(C) ফর্ম ফিল আপ সেরে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করবেন। এরপর আবেদন ফি জমা দিন।
(D) সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করুন ও তার একটি কপি নিজেদের কাছে রাখতে ভুলবেন না।

নতুন করে পোস্ট অফিসে নিয়োগ। পশ্চিমবঙ্গে অনলাইনে আবেদন করার শেষ তারিখ জেনে নিন।

নিয়োগ প্রক্রিয়া

বনদপ্তরের তথা Forest Department এর এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনরত প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থীদের বেছে নিতে হবে। অবশেষে যোগ্য প্রার্থীরা নিয়োগ পাবেন উল্লিখিত শূন্যপদে।
Written by Purbasha Chakraborty.

Leave a Comment