রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর দিল পশ্চিমবঙ্গ সরকার। কারণ নতুন বছর পড়তে Panchayat Recruitment তথা পঞ্চায়েতে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা করা হলো মমতা বন্দোপাধ্যায়ের সরকারের তরফে। নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় সাত হাজারেরও বেশি শূন্যপদ পূরণ করা হবে। জানুয়ারিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মুখে চওড়া হাসি চাকরিপ্রার্থীদের। কোন পদের জন্য নিয়োগ, কত সংখ্যক প্রার্থীরা এখানে নিয়োগ পাবেন, কিভাবে আবেদন প্রক্রিয়া চলবে তা বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ে নিন।
WB Gram Panchayat Recruitment 2024
নতুন বছরে প্রারম্ভে বিপুল শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার গৃহীত হলো সেই সিদ্ধান্ত। রাজ্য সরকারের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বিপুল শূন্যপদ পূরণ হবে নতুন এই Panchayat Recruitment প্রক্রিয়ায়। সম্প্রতি তারই অনুমোদন মিলল। গতকাল বৃহস্পতিবার ছিল মন্ত্রীসভার বৈঠক।
আর এই বৈঠকেই নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। রাজ্য সরকার সূত্রে খবর, সর্বমোট 4216 টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলবে। শীঘ্রই এ বিষয়ে পরবর্তী ধাপে এগোবে রাজ্য সরকার। এর আগেই নবান্ন সূত্রে খবর মিলেছিল রাজ্যের পঞ্চায়েত স্তরে কয়েক হাজার শূন্যপদ রয়েছে। আর সেই শূন্যপদ পূরণে নতুন Panchayat Recruitment প্রক্রিয়া শুরু করবে রাজ্য।
বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে সেই নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলিয়ে নিয়োগ এই প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার সূত্রে খবর, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েতে মোট শূন্যপদের সংখ্যা হলো 6652 টি। আর পঞ্চায়েত সমিতির মোট শূন্যপদ 564 টি। দুই পদ মিলিয়ে মোট নিয়োগের সংখ্যা 7216.
সরাসরি ইন্টার্ভিউয়ের মাধ্যমে 39,100 টাকা বেতনে চাকরির সুযোগ।
নবান্ন সূত্রে খবর মিলছে, অতি শীঘ্রই পঞ্চায়েতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হবে রাজ্য সরকারের তরফে। সেই বিজ্ঞপ্তিতে নিয়োগের আবেদন প্রক্রিয়া, আবেদন যোগ্যতা ও এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বলা হবে। যদিও এই বিজ্ঞপ্তি কবে প্রকাশ পাবে তার সঠিক সময়সীমা এখনও জানা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে লোকসভা ভোটের প্রাক্কালে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
তাই জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুর দিকে এই বিজ্ঞপ্তি হাতে পেতে পারেন চাকরিপ্রার্থীরা। রাজ্য সরকারের আশ্বাস দ্রুত শূন্যপদ পূরণের প্রক্রিয়া সারতে তৎপরতা নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এর মধ্যে আরও বিভিন্ন পদে নিয়োগ দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পুলিশ বিভাগ প্রচুর শূন্যপদ পূরণে উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।
এছাড়া ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য। অন্যদিকে, বছরের শুরুতে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা আয়োজনের কথা চলছে। বেশ কিছু শূন্যপদ পূরণ হবে সেখানেও। আবার, আইনি জট কাটলে প্রাথমিক ও উচ্চপ্রাথমিকের শিক্ষক নিয়োগ হবে বলে আশ্বাস দিয়েছে পর্ষদ। যদিও এ বিষয়ে এখনও সুস্পষ্ট আশার আলো দেখেননি রাজ্যের চাকরিপ্রার্থীরা।
Written by Arshi Chakraborty.