রাজ্যের সকল মানুষের কল্যাণের জন্য রাজ্য সরকারের তরফে প্রকল্প বা WB Govt Scheme আনা হয়। যার মাধ্যমে সমাজের পিছিয়ে পরা সকল মানুষেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। এর মধ্যে সকল পড়ুয়াদের নিজেদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য টাকার প্রয়োজন পরে, একটা কথা সকলের মনে রাখা উচিত যে আজকালকার দিনে টাকা পয়সা ছাড়া আমরা কেউই একপাও এগতে পারবোনা। আর এর মধ্যে পড়াশোনা অন্যতম। এই টাকার জন্যই অনেক পড়ুয়ারা মাঝ বয়সেই নিজেদের লেখাপড়া ছেড়ে দিতে হয়।
WB Govt Scheme Update For All People.
এই কারণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের পড়ুয়াদের জন্য Shikshashree Scheme অর্থাৎ শিক্ষাশ্রী প্রকল্পের (WB Govt Scheme) সূচনা করা হয়েছিল। ২০১৪ সালে প্রথম বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল রাজ্যের সকল পিছিয়ে পরা শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে পড়াশুনার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা।
শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এই কথা অতি প্রাচীনকাল থেকে আমরা জেনে আসছি। এই কথাকে গুরুত্ব দিয়ে স্বাধীনতার পর থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকার সময়ে সময়ে পড়ুয়াদের আর্থিক সাহায্য প্রদান করে থাকে। আজকে আমরা রাজ্য সরকারের তরফে Shikshashree Scheme নিয়ে আলোচনা করব। রাজ্যের নাগরিকদের কল্যানের জন্য মুখ্যমন্ত্রীর তরফে অনেক প্রকল্প (WB Govt Scheme) নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য, খাদ্য, সুরক্ষা, পড়াশুনা, নারীদের অগ্রগতি এই সকল বিষয় মাথায় রেখে প্রকল্পের সূচনা করা হয়েছে। পড়াশুনার জন্য কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ও শিক্ষাশ্রী প্রকল্প নিয়ে আসা হয়েছে।
এই Shikshashree Scheme এর শুধুমাত্র রাজ্যের তফসিলি ও SC, ST দের জন্য আনা হয়েছে এবং এই প্রকল্পে শুধুমাত্র এরাই আবেদন করতে পারবে। শিক্ষাশ্রী প্রকল্পে রাজ্য সরকারি বিদ্যালয়ে পাঠরত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের বার্ষিক ৮০০ টাকা করে প্রদান করা হবে। এবার এই টাকা পাওয়ার জন্য আবেদনের পদ্ধতি, যোগ্যতা সম্পর্কে জেনে নেব।
Shikshashree Scheme আবেদনের যোগ্যতা (WB Govt Scheme):-
১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) তফসিলি ও SC, ST শ্রেণীর পড়ুয়ারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
৩) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষের কম হতে হবে।
৪) এর আগে কোন ধরণের প্রকল্পে আর্থিক সাহায্য পেলে তারা এই আবেদন করতে পারবেন না।
৫) আবেদনের জন্য নিজের বিদ্যালয়ের প্রধান শিক্ষক – শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করতে হবে।
Shikshashree Scheme আবেদনের নথিপত্র (WB Govt Scheme):-
১) বিদ্যালয়ে পড়াশোনার প্রমানপত্র।
২) পরিবারের বার্ষিক আয়ের প্রমানপত্র।
৩) জাতির প্রমাণপত্র।
৪) আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
৫) নিজস্ব ব্যাংক অ্যাকাউণ্ট থাকতে হবে নইলে এই আবেদন করা যাবে না।
৬) ঠিকানার প্রমাণপত্র।
৭) বর্তমানের রঙিন ছবি।
৮) অফলাইনের মাধ্যমেই এই আবেদন করা যাবে।
এই WB Govt Scheme আবেদনের পদ্ধতিঃ-
১) অফলাইনেই আপনারা নিজেদের বিদ্যালয়ে গিয়ে এই আবেদন করতে পারবেন।
২) www.anagrasarkalyan.gov.in এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে।
৩) শিক্ষাশ্রী স্কলারশিপ ফর্ম এই অপশনে ক্লিক করে নিতে হবে।
৪) প্রথমে লগ ইন করে নিতে হবে।
৫) এর পরে নিজের সকল তথ্য লিখে দিলে আপনাদের আবেদন মঞ্জুর করে নেওয়া হবে।৬) সঠিক পদ্ধতি মেনে সকলকে এই আবেদন করতে হবে।
Ration Card – বন্ধ হওয়ার মুখে কয়েক কোটি রেশন কার্ড, সঠিক কারণ জানিয়ে দিলো সরকার।