রাজ্যের চাকরিপ্রার্থী যুবক যুবতীদের জন্য দারুণ খুশির খবর। ফের একগুচ্ছ শূন্যপদে GRSE Recruitment শুরু হলো বাংলায়। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন। প্রার্থীরা মাধ্যমিক পাশ করে থাকলেই বিভিন্ন পদে পাবেন কাজের সুযোগ। কোথায় এই নিয়োগে চলছে? কারা এই নিয়োগে অংশ নিতে পারবেন? কিভাবে জানানো যাবে আবেদন? ইত্যাদি তথ্য পেতে আমাদের এই প্রতিবেদনেটি অবশ্যই মন দিয়ে পড়ে নিন।
West Bengal GRSE Recruitment 2024 Apply Online
- ভ্যাকেন্সি ডিটেলস
- পদের নাম ও মোট শূন্যপদ
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- আবেদন পদ্ধতি
- আবেদনের সময়সীমা
ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি রাজ্যের জাহাজ নির্মাণ সংস্থা তথা Garden Reach Shipbuilders And Engineers Limited তথা GRSE Recruitment এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের জার্নিম্যান হিসেবে নিযুক্ত করা হবে।
পদের নাম ও মোট শূন্যপদ
রাজ্যের জাহাজ নির্মাণ সংস্থার তথা GRSE Recruitment এর নতুন নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে চাকরিপ্রার্থীদের। মোট শূন্যপদ কত তা জানার জন্য আগ্রহীরা অফিসিয়াল নোটিফিকেশন পড়ে নিতে পারেন। যে গুলিতে নিয়োগ করা হবে সেই সমস্ত পদগুলি হল
- ক্রেন অপারেটর
- মেশিন অপারেটর
- ফিটার
- মেশিনিস্ট
- রিগার
- ড্রাইভার ম্যাটেরিয়াল হ্যান্ডলিং
- ইলেকট্রনিক মেকানিক
- ডিজেল মেকানিক
- স্ট্রাকচারাল ফিটার
- পাইপ ফিটার
- ওয়েল্ডার
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা জাহাজ নির্মাণ সংস্থার চাকরির তথা GRSE Recruitment এর জন্য আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন তাঁদের মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ আপনি মাধ্যমিক পাশ করে থাকলে এই নিয়োগে অংশ নিতে পারবেন।
বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা এই GRSE Recruitment এ অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা 26 বছর। আপনার বয়স যদি এর চেয়ে কম হয় তবে আপনি এখানে আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণী যেমন SC/ST প্রার্থীদের পাঁচ বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে এবং OBC প্রার্থীদের তিন বছরের বয়সের ছাড় দেওয়া হচ্ছে।
রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ। প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন 7,700 টাকা।
আবেদন পদ্ধতি
(A) এই GRSE Recruitment আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(B) এরপর এই ওয়েবসাইট থেকে নিজের যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে।
(C) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়েবসাইট মারফত অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে।
(D) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করে তার একটি কপি প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন।
(E) অবশ্যই উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করবেন, নচেৎ আপনার অ্যাপ্লিকেশন গৃহীত হবে না।
বিদ্যুৎ দপ্তরে মাধ্যমিক পাশে শিক্ষানোবিশ পদে নিয়োগ। আবেদন পদ্ধতি জেনে নিন।
আবেদনের সময়সীমা
এই GRSE Recruitment এ আবেদন জানানো যাবে আগামী 19th ফেব্রুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এছাড়া, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Arshi Chakraborty.