ফের একটি বহু প্রতীক্ষিত কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো (WB Health Recruitment). এবার একটি অফিসিয়াল নোটিশের দ্বারা ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নেওয়া হবে। রাজ্যের পুরুষ ও মহিলা যেকোনো চাকরি প্রার্থীই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
WB Health Recruitment Notice
যেকোনো এলাকা থেকে তারা আবেদন জানাতে পারেন (WB Health Recruitment). রাজ্যের 23 টি জেলার ইচ্ছুক চাকরি প্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। তবে এখন যে পদটির জন্য প্রার্থীদের নেওয়া হবে সেখানে বিশেষ কিছু একাডেমিক যোগ্যতার দরকার। নূন্যতম পাশের ভিত্তিতে আপনারা আবেদন জানাতে পারবেন না। সেক্ষেত্রে পদের নাম, শূন্যপদ সমস্ত কিছু ডিটেলস আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।
- পদের নাম
- যোগ্যতা
- বেতন ও বয়স
- নিয়োগ পদ্ধতি
- আবেদন পদ্ধতি
রাজ্যে একাধিক পদে কর্মী নিয়োগ। কী কী পদ আছে, কী ভাবে আবেদন করবেন দেখে নিন।
পদের নাম
মোট 56 জন ব্যাক্তিকে এই পদের জন্য নিয়োগ করা হবে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কর্পোরেশনের Bio- medical Engineer পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আমরা আগেই উল্লেখ করেছি সকল প্রার্থীদেরকেই চুক্তির ভিত্তিতে নির্বাচন করা হবে (WB Health Recruitment) এবং পরে তাদের কাজ অনুযায়ী কাজের মেয়াদ বাড়ানোও হতে পারে।
যোগ্যতা
প্রত্যেকটি কাজের জন্যই আলাদা আলাদা যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। রাজ্য সরকারের এই পদটির জন্যও প্রয়োজন। এখানে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ করতে হবে এবং এক বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।
বেতন ও বয়স
ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদনের পর নিযুক্ত হলে তাদের বেতন প্রতি মাসে 28,000 টাকা হবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে শুরু করে 40 বছর বয়সের মধ্যবর্তী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন (WB Health Recruitment). সংরক্ষিত শ্রেণীদের ক্ষেত্রে বয়সের বিশেষ ছাড় আছে।
নিয়োগ পদ্ধতি
প্রথমে ব্যাক্তিদের কোয়ালিফিকেশন দেখা হবে তাদের ডকুমেন্টস অনুযায়ী। তারপর তাদের একটি walk in interview এর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে যে তারা এই পদের জন্য আদর্শ কিনা।
আবেদন পদ্ধতি
১) সম্পূর্ণ আবেদনটি আপনাদের অনলাইনে করতে হবে ।
২) তার জন্য তাদের west Bengal Medical Services Corporation LTD এর ওয়েবসাইটে যেতে হবে। www.wbmsc.gov.in এ।
৩) এই ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেসন সম্পূর্ণ করে ফর্ম ফিল এপি করতে হবে।
৪) ফর্ম ফিল আপনের পর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, কাজের অভিজ্ঞতা, বয়সের প্রমাণ, আইডি প্রুফ, ঠিকানায় প্রুফ জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ 15 এপ্রিল 2024. বাকি সমস্ত কিছু তথ্য আপনাদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।