WB Health Recruitment – 40 হাজার টাকা বেতনে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত।

নতুন বছরে একঝাঁক WB Health Recruitment এর সুযোগ পাচ্ছেন রাজ্যের চাকরিপ্রার্থী যুবক-যুবতীরা। বিভিন্ন দপ্তরের শূন্যপদ পূরণে আগ্রহী হয়েছে রাজ্য সরকার। সম্প্রতি নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেল। জেলা স্বাস্থ্য দফতরে বেশ কিছু পদে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত। বিভিন্ন পদে চাকরির জন্য আবেদনের সুযোগ পাবেন প্রার্থীরা। তবে আবেদনের জন্য রাখা হয়েছে বেশ কিছু যোগ্যতা। কোন কোন পদে নিয়োগ হবে? আর কিভাবে আবেদন জানাবেন? তা বিস্তারিত জানতে মন দিয়ে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।

WB Health Recruitment in 2024 Apply Online

সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই WB Health Recruitment বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক নয়, একাধিক শূন্যপদে চাকরি পাবেন প্রার্থীরা। এখানে আবেদন জানানোর সুযোগ থাকছে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীদের। তবে আবেদন জানানোর আগে যোগ্যতা, আবেদন পদ্ধতিগুলি জেনে নিতে হবে।

শূন্যপদ

অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, তিনটি পদের জন্য এই WB Health Recruitment কর্মসূচি চলবে। প্রতিটি পদের আবেদন যোগ্যতা ও বেতন ভিন্ন রাখা হয়েছে। সেগুলি হলো

  • ডিসট্রিক্ট ম্যানেজার (District Manager)
  • ডিসট্রিক্ট কনসালটেন্ট (District Consultant)
  • ফেসিলিটি কনসালটেন্ট কোয়ালিটি মনিটরিং
    (Facility Consultant Quality Monitoring)

ডিসট্রিক্ট ম্যানেজার
ডিসট্রিক্ট ম্যানেজার পদটির জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী, তাঁদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা ও বেতন সম্পর্কে ধারণা থাকা দরকার। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এই পদে তাঁরাই আবেদন জানাতে পারবেন যাঁদের বয়স হবে 1/1/2023 অনুসারে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। অতএব এই পদের জন্য আবেদন জানানোর পর যাঁরা শূন্যপদে নিযুক্ত হবেন, তাঁরা প্রতিমাসে 40 হাজার টাকা করে বেতন পাবেন(WB Health Recruitment).

ডিসট্রিক্ট কনসালটেন্ট
ডিসট্রিক্ট কনসালটেন্ট পদটির জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী, তাঁদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা ও বেতন সম্পর্কে ধারণা থাকা দরকার। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এই পদে তাঁরাই আবেদন জানাতে পারবেন যাঁদের বয়স হবে 1/1/2023 অনুসারে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। যাঁরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ হবেন, তাঁরা প্রত্যেক মাসে 35 হাজার টাকা করে বেতন পাবেন (WB Health Recruitment).

উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে চাকরির দারুণ সুযোগ। আবেদন জানান 22nd জানুয়ারির মধ্যে।

ফেসিলিটি কনসালটেন্ট
ফেসিলিটি কনসালটেন্ট পদটির জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন জানাতে আগ্রহী, তাঁদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা ও বেতন সম্পর্কে ধারণা থাকা দরকার। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এই পদে তাঁরাই আবেদন জানাতে পারবেন যাঁদের বয়স হবে 1/1/2023 অনুসারে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। যাঁরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ও নিয়োগ হবেন, তাঁদের প্রত্যেক মাসে 35 হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Railway Recruitment - রেল বিভাগে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি

এই নিয়োগের আবেদন প্রক্রিয়া চলবে অনলাইন মারফত। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা তিনটি ওয়েবসাইট
মারফত অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য ওয়েবসাইটগুলি হলো
A) https://www.purulia.nic.in
B) https://www.purulia.gov.in
C) https://www.wbhealth.gov.in

খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।

আবেদনের সময়সীমা

এই Govt Job নিয়োগে আবেদন জানানো যাবে আগামী 9 জানুয়ারি 2024 থেকে 22nd জানুয়ারি 2024 পর্যন্ত। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এছাড়া এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment