WB Health Recruitment – রাজ্যে নতুন সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। প্রতিমাসে বেতন 45 হাজার টাকা

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। বছর পড়তেই সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। নতুন এই WB Health Recruitment এ অংশগ্রহণ করতে পারবেন রাজ্যের যেকোনো জেলার প্রার্থীরাই। নিয়োগ হবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরে। প্রতিমাসে মিলবে উচ্চহারে বেতন। কোন পদে নিয়োগ? কিভাবে আবেদন? নিয়োগ প্রক্রিয়া কিভাবে চলবে? ইত্যাদি সমস্ত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

WB Health Recruitment for The Post of Consultant

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • বেতন
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

ভ্যাকেন্সি ডিটেলস

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। স্বাস্থ্য বিভাগের অফিসিয়াল সাইটে
প্রকাশিত নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে, এখানে স্টেট কনসালট্যান্ট সিপিএইচসি পদে কর্মী নিয়োগ হবে। মূলত চুক্তির ভিত্তিতে কর্মী WB Health Recruitment চলবে। শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে।

বেতন

এই WB Health Recruitment এ যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসে 45 হাজার টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা স্বাস্থ্য দফতরের চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, এই WB Health Recruitment এ যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন তাঁদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্সেস/ হেলথ ম্যানেজমেন্ট/ সোশ্যাল ওয়ার্ক/ রুরাল ম্যানেজমেন্ট/ হসপিট্যাল অ্যাডমিনিস্ট্রেশন/ কমিউনিটি নার্সিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। এর পাশাপাশি, আবেদনকারী দের বাংলা ও ইংরেজি ভাষা জানতে হবে, কম্পিউটারে এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে এবং অন্ততঃ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। আবেদনের ক্ষেত্রে বয়স সীমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

(A) WB Health Recruitment এর আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে। আবেদন জানাতে হলে প্রার্থীকে স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(B) ওয়েবসাইটের হোমপেজ থেকে রিক্রুটমেন্ট অপশনে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন।

কন্সটাবেলদের একটি পরীক্ষা দিয়েই নিয়োগ। 12 হাজারেও বেশি শূন্যপদ।

(C) এরপর নিজেদের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে নিন অ্যাপ্লিকেশন ফর্মটি। খেয়াল রাখবেন, অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, জেলা, ঠিকানা, জেন্ডার, ক্যাটেগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলি উল্লেখ করতে হবে।

PNB Recruitment - পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

(D) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন।
(E) অবশ্যই উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করবেন, নচেৎ আপনার অ্যাপ্লিকেশন গৃহীত হবে না।

 রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। TET ছাড়াই, প্রশিক্ষণ থাকলে আবেদন করুন।

আবেদনের সময়সীমা

এই WB Health Recruitment এ আবেদন জানানো যাবে আগামী 12th ফেব্রুয়ারি থেকে 26th ফেব্রুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এছাড়া, এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Purbasha Chakraborty.

Leave a Comment