পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যারা এতদিন ভালো চাকরির (WB Health Recruitment) সন্ধানে ছিলেন তাঁদের জন্য নতুন একটি চাকরির সুখবর। আপনার যদি কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকে তবে আপনি নির্দ্বিধায় নিয়োগে অংশ নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন এখানে আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। সবাই এই নিয়োগে আবেদন জানাতে পারবেন না। তাই সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি ফলো করুন।
WB Health Recruitment UDA Vacancy Details
- পদের নাম ও মোট শূন্যপদ
- বেতন
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- আবেদন পদ্ধতি
- ইন্টারভিউর বিবরণ
সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে WB Health Recruitment এর নতুন বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় এই নিয়োগ আরম্ভ হয়েছে। মূলত UDA পদের জন্য এই নিয়োগ। প্রধানত চুক্তির ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউর মাধ্যমে শূন্যপদে নিয়োগ চলবে। নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে আলোচনা করা হল।
পদের নাম ও মোট শূন্যপদ
অফিসিয়ালভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, UDA পদে কর্মী নিয়োগ হবে। জেলার আয়ুশ হাসপাতালে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ চলবে। মোট শূন্যপদ সংখ্যা দুইটি। অর্থাৎ মোট দুই জনকে এই নিয়োগে চাকরি দেওয়া হবে।
বেতন
সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিয়োগে অংশ নিতে যে সকল প্রার্থীরা আবেদন জানাবেন এবং নির্বাচিত হয়ে শূন্যপদে নিযুক্ত হবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে 23,305/- টাকা বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত আগ্রহীরা স্বাস্থ্য বিভাগের এই WB Health Recruitment এই আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন তাঁদের রাজ্য সরকারি সংস্থায় অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট প্রার্থীদের কম্পিউটারে কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
মিড ডে মিল বিভাগে ইন্টারভিউর মাধ্যমে 11 হাজার টাকা বেতনে চাকরির সুযোগ।
বয়সসীমা
যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই WB Health Recruitment এ অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদন রত প্রার্থী দের বয়স হতে হবে সর্বোচ্চ 62 বছর পর্যন্ত।

আবেদন পদ্ধতি
এই WB Health Recruitment এ কোনো আবেদন জানানোর প্রয়োজন নেই। কেবল আবেদনপত্রটি ফিল আপ করে ইন্টারভিউ স্থানে পৌছে যেতে হবে। ইন্টারভিউর দিন নিজের সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে যেতে ভুলবেন না। ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে তা জেনে নিন।
ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক নিয়োগ। কিভাবে আবেদন করবেন জেনে নিন?
ইন্টারভিউর বিবরণ
আপনি যদি WB Health Recruitment এর শর্ত গুলি মেনে ইন্টারভিউ তে অংশ নিতে চান, তবে জেনে নিন এই নিয়োগের ইন্টারভিউ হবে আগামী 24th জানুয়ারি। ইন্টারভিউ দিতে যেতে হবে যে ঠিকানায় সেটি হল- Zilla Swasthya Bhavan, Saratpally, Paschim Medinipur – 721101.
Written by Arshi Chakraborty.