পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য সুখবর। রাজ্যে একগুচ্ছ শূন্যপদ পূরণে শুরু হলো ICAR Recruitment. চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে কৃষি দপ্তরে। এই নিয়োগে অংশ নিতে পারবেন রাজ্যের সমস্ত জেলার যুবক-যুবতীরা। সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তাতে ভ্যাকান্সি ডিটেলস, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি ও নিয়োগ পদ্ধতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই যাবতীয় তথ্য তুলে ধরা হবে। চাকরিপ্রার্থীরা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি মন দিয়ে পড়বেন।
West Bengal ICAR Recruitment 2023 Vacancy Details
ICAR-Central Plantation Crops Research Institute এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে নতুন নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে, নতুন এই নিয়োগ প্রক্রিয়ায় Young Professional-I (Administrative, Finance and Accounting) এই পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের।
নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে (cpcri.icar.gov.in) এই ওয়েবসাইটে। চাকরিপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে মূল বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। নিয়োগের আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়ার সম্বন্ধে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
শিক্ষাগত যোগ্যতা
এই ICAR Recruitment এ আবেদনরত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ধারণা থাকা দরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী দের অবশ্যই কোনোও শিক্ষিত প্রতিষ্ঠান থেকে B.Com/BBA/BBS পাশ করা হতে হবে। সঙ্গে তাঁদের 60 শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। প্রার্থীরা এই অফিসিয়াল নোটিফিকেশনটি পড়লেই গোটা বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
বয়সসীমা
এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে। বয়সসীমা পেরিয়ে গেলে আবেদন জানানো যাবে না এটি অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়া, 18 বছরের কম বয়সীরাও আবেদনযোগ্য নন। যদিও, সরকারি নিয়ম মেনে চাকরিপ্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন
পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের এই ICAR Recruitment এ যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন ও উল্লিখিত শূন্যপদে নিযুক্ত হবেন, তাঁদের মাসিক বেতন হবে 30 হাজার টাকা।
পশ্চিমবঙ্গে শীঘ্রই 5576 শিক্ষক নিয়োগ হবে। শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা।
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীরা জেনে নিন এই নিয়োগে অফলাইন বা অনলাইন মাধ্যমে কোনো আবেদন জানাতে হবে না। কারণ এই নিয়োগে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। তাই চাকরিপ্রার্থীদের করণীয় হলো অফিসিয়াল সাইটে ভিজিট করে মূল বিজ্ঞপ্তিটি A4 পেপারে প্রিন্ট করে নেওয়া তারপর প্রয়োজনীয় নথিগুলি এর সঙ্গে যুক্ত করা ও নির্দিষ্ট সময় ও ঠিকানায় ইন্টারভিউর স্থানে পৌছে যাওয়া।
প্রয়োজনীয় সময়সীমা
যারা এই নিয়োগে অংশ নেবেন বলে ভাবছেন তাঁরা খেয়াল রাখবেন আগামী 20 ডিসেম্বরের মধ্যে সকল আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নির্দেশগুলি মানতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি সেক্ষেত্রে মনোযোগ সহকারে পড়ে নেবেন।
রাজ্যে শুরু হল শিক্ষক পদে নিয়োগ! যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি জেনে নিন
নিয়োগ প্রক্রিয়া
এই ICAR Recruitment এ যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ কবে ও কখন হবে তা জানতে মূল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়ে নেবেন।
Written by Arshi Chakraborty.