Clerk Recruitment – উচ্চমাধ্যমিক পাশে 19 হাজার টাকা বেতনসহ শিক্ষা দপ্তরে চাকরি।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। নতুন বছরের শুরুতেই একগুচ্ছ শূন্যপদে Clerk Recruitment কর্মসূচি শুরু হল রাজ্যে। প্রার্থীরা নিয়োগ পাবেন শিক্ষা দফতরের একাধিক শূন্যপদে। এই নিয়োগ কর্মসূচিতে রাজ্যের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তারপর আবেদনরত প্রার্থীদের মধ্যে থেকে যোগ্যদের বেছে নেওয়া হবে। কোন পদের জন্য এই নিয়োগ কর্মসূচি চলছে? কী কী যোগ্যতা রাখা হয়েছে? কারা আবেদন জানাতে পারবেন? সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিতে হবে।

WB ICSSR Clerk Recruitment 2024 Apply Online

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • পদের নাম ও মোট শূন্যপদ
  • বেতন
  • আবেদন যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ তথা Clerk Recruitment এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ICSSR-এ বেশ কিছু শূন্যপদে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ করা হবে। আর সে কারণেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। আসুন জেনে নেওয়া যাক মোট শূন্যপদের ডিটেলস।

পদের নাম ও মোট শূন্যপদ

ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) পদে মোট 13 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। এর মধ্যে অসংরক্ষিত শ্রেণী বা জেনারেল ক্যাটাগরিভুক্তদের জন্য রয়েছে 7 টি পদ, SC ক্যাটাগরিভুক্তদের জন্য রয়েছে 2 টি পদ, OBC ক্যাটাগরি ভুক্তদের জন্য রয়েছে 2 টি পদ, ST জেনারেল ক্যাটাগরিভুক্তদের জন্য 1 টি ও EWS দের জন্য রয়েছে মোট 1 টি পদ।

বেতন

অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে ICSSR- এর এই নিয়োগে যারা নির্বাচিত হবেন ও উল্লিখিত শূন্যপদে চাকরি পাবেন তাদের মাসিক বেতন হবে 19,900/- টাকা।

আবেদন যোগ্যতা

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন জানাতে চান তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে আবেদনকারী প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর পাশাপাশি প্রার্থীকে 30 wpm স্পিডে টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।

সরকারি স্কুলে ইন্টারভিউ দিয়ে শিক্ষক সহ আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ।

বয়সসীমা

যে সকল আগ্রহীরা এই Clerk Recruitment প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁদের বয়সসীমা সম্পর্কে ধারণা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই সকল আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 28 বছরের মধ্যে। আবেদন জানানো প্রার্থীরা অবশ্যই বয়সসীমার দিকটি খেয়াল রাখবেন।

Clerk Recruitment (ক্লার্ক পদে কর্মী নিয়োগ)

আবেদন পদ্ধতি

(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হল – (icssr.org)।
(B) এরপর এই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে প্রার্থী দের।
(C) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়েবসাইট মারফত অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে।

(D) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করে তার একটি কপি নিজেদের কাছে রেখে দেবেন।
(E) অবশ্যই উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করবেন, নচেৎ আপনার অ্যাপ্লিকেশন গৃহীত হবে না।

2017 সাল থেকে চাকরি পাওয়া সমস্ত শিক্ষক বিপদে। 10 দিনের মধ্যে লিস্ট জমা করার নির্দেশ।

আবেদনের সময়সীমা

এই Clerk Recruitment এ আবেদন জানানো যাবে আগামী 5th ফেব্রুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এছাড়া এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ও নতুন আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment