Job Update – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে 60 হাজার টাকা বেতন সহ একাধিক শূন্যপদে নিয়োগ।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের নতুন Job Update বা চাকরির সুবর্ণ সুযোগ। রাজ্যের একটি জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে বিপুল শূন্যপদে নিয়োগ কর্মসূচি শুরু হল। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে নতুন এই নিয়োগ সম্পর্কে বলা হয়েছে। সমস্ত পদের নিয়োগ হবে চুক্তি ভিত্তিক। আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে। তবে আবেদনকারীদের জন্য বেশ কিছু যোগ্যতার মাপকাঠি রাখা হয়েছে। কী কী? আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

WB Job Update Post of Health and Family Welfare

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • মাসিক বেতন
  • নিয়োগ প্রক্রিয়া
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি রাজ্যে একটি নতুন Job Update বা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল। হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ হবে। প্রার্থীদের নিয়োগ করা হবে জাতীয় স্বাস্থ্য মিশন ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে। মোট শূন্যপদের সংখ্যা তিনশোর বেশি। যে যে পদের জন্য নিয়োগ চলছে সেগুলি হল-

  • কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট,
  • মেডিক্যাল অফিসার,
  • স্টাফ নার্স,
  • স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন),
  • স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (গায়নোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স)
  • মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার,
  • ফেসিলিটি কনসাল্ট্যান্ট,
  • মেডিক্যাল অফিসার,
  • টিউবারকিউলোসিস হেলথ ভিজ়িটর
  • ল্যাবরেটরি টেকনিশিয়ান,
  • সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজ়র,
  • অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট,
  • স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিক্স),
  • স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (অপথ্যালমোলজি),
  • আইসিটিসি ল্যাব টেকনিশিয়ান,
  • ফার্মাসিস্ট,
  • ক্লিনিক্যাল সাইকোলজিস্ট,

শিক্ষাগত যোগ্যতা

যে সকল প্রার্থীরা হুগলি জেলার সংশ্লিষ্ট নিয়োগে চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। তাই আবেদন জানানোর আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন।

বয়সসীমা

যে সকল প্রার্থীরা হুগলি জেলার নতুন নিয়োগ (Job Update) প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৭ বছরের মধ্যে। নিয়োগে বয়সসীমাকে গুরুত্ব দেওয়া হবে।

রাজ্যের গ্রামীণ জল দপ্তরে 11000 টাকা বেতনে চাকরির সুযোগ।

মাসিক বেতন

হুগলি জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির নিয়োগ প্রক্রিয়ায় যাঁরা শূন্যপদে নিয়োগ পাবেন, তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। তবে পদ ভেদে (Job Update) বেতনের পার্থক্য হবে।অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, নিযুক্ত প্রার্থীদের বেতন হবে ১৩ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত।

নিয়োগ প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগের বেশ কিছু পদের ক্ষেত্রে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও পেশাদারী অভিজ্ঞতার (Job Update) ভিত্তিতে নিয়োগ করা হবে। আর বাকি পদগুলির জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর আয়োজন করা হবে। এই তিনটি ধাপের মাধ্যমে শূন্যপদের জন্য যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

SSC Recruitment - এসএসসি তে নিয়োগ

আবেদন পদ্ধতি

(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে ইচ্ছুকদের প্রথমেই ভিজিট করতে হবে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে।
(B) এই ওয়েবসাইট থেকে আবেদনের লিঙ্কে ক্লিক করে নিজের সমস্ত তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে নিন। ফর্মে নিজের পার্সোনাল ডিটেলস যথাযথভাবে উল্লেখ করবেন। খেয়াল রাখবেন কোনো ভুল যেন না হয়।

(C) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন ও আবেদন ফি জমা করুন। সংরক্ষিত এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি যথাক্রমে ৫০ টাকা ও ১০০ টাকা। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে একটি কপি নিজের কাছে রেখে দিন।

ভোটের আগে রাজ্যের জেলায় জেলায় প্রচুর সিভিক ভোলান্টিয়ার নিয়োগ। এইভাবে আবেদন করুন।

আবেদনের সময়সীমা

চাকরির জন্য আবেদন (Job Update) জমা দেওয়া যাবে আগামী ২৮ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত। এরপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। তাই সময়সীমা মেনে সমস্ত প্রার্থী তাঁদের অ্যাপ্লিকেশন জমা করুন।বিস্তারিত জানতে নজর রাখুন অফিসিয়াল সাইটে।
Written by Purbasha Chakraborty.