Municipality Recruitment – পৌরসভায় কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন জানান।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হলো। পৌরসভায় তথা Municipality Recruitment প্রচুর শূন্যপদে নিয়োগ হবে। চাকরিপ্রার্থীরা অনেকেই আছেন যাঁরা শিক্ষিত হওয়া সত্ত্বেও এতদিন একটি ভালো চাকরির জন্য অপেক্ষা করেছিলেন। আর তাই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তাঁদের মুখে হাসি ফুটতে চলেছে। কিভাবে নিয়োগে আবেদন জানাবেন, সে বিষয়ে বিস্তারিত জানতে আজকের পুরো প্রতিবেদনটি পড়ে ফেলুন।

West Bengal Municipality Recruitment 2024

সম্প্রতি কৃষ্ণনগর পুরসভার তথা Municipality Recruitment এর তরফে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যকর্মী পদের জন্য নিয়োগ পাবেন চাকরিপ্রার্থীরা। পদের বেতন যথেষ্ট ভালো আর আবেদন জানানো যাবে ন্যুনতম যোগ্যতায়। তবে, আবেদনের জন্য বেশ কিছু শর্ত রেখেছে কৃষ্ণনগর পুরসভা। কারা আবেদন জানাতে পারবেন ও কিভাবে আবেদন জানাবেন সে বিষয়ে নিম্নে বর্ণনা করা হলো সবিস্তারে।

  • পদের নাম ও শূন্যপদ
  • বেতন
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • অন্যান্য যোগ্যতা
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

পদের নাম ও শূন্যপদ

অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এই Municipality Recruitment এ মূলত Hororary Health Worker পদের জন্য নিয়োগ করা হবে প্রার্থীদের। নিয়োগের সর্বমোট শূন্যপদের সংখ্যা হলো সাতটি। অর্থাৎ মোট সাতটি পদে নিয়োগ পাবেন প্রার্থীরা।

বেতন

যে সমস্ত প্রার্থীরা এই Municipality Recruitment এ আবেদন জানাবেন ও যোগ্য বলে বিবেচিত হয়ে নিয়োগ পাবেন, তাঁরা প্রতিমাসে 4500/- টাকা করে পারিশ্রমিক পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

যে সমস্ত আগ্রহী প্রার্থীরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান তাঁরা অবশ্যই শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন তাঁদের অবশ্যই কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে মাধ্যমিকের চেয়ে উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও নিয়োগে অংশ নিতে পারবেন।

বয়সসীমা

যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, প্রার্থীদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে। আর সংরক্ষিত শ্রেণী তথা SC/ST/OBC (A/B) প্রার্থীদের বয়স হতে হবে 1/1/2024 অনুযায়ী 22 থেকে 40 বছরের মধ্যে। এর চেয়ে বেশি বয়সীরা নয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।

অন্যান্য যোগ্যতা

বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে, এই নিয়োগে কেবল মহিলা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। কেবলমাত্র বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না ও বিধবা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এছাড়া, উক্ত প্রার্থীকে কৃষ্ণনগর পুরসভার অধিবাসী হতে হবে।

রাজ্যের ভূমি দপ্তরে 12 হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ।

আবেদন পদ্ধতি

(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে পুরসভার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(B) এরপর এই ওয়েবসাইটে থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে। তারপর এটি নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি যুক্ত করে নির্দিষ্ট সময়ের মধ্যে কৃষ্ণনগর পুরসভার ড্রপবক্সে গিয়ে সরাসরি জমা করে আসতে হবে।

আশা কর্মী নিয়োগ বা Asha Karmi Recruitment

(C) নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সঠিক ঠিকানায় পৌছে গেলে আপনার আবেদন খতিয়ে দেখা হবে ও আবেদন গৃহীত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
(D) খেয়াল রাখবেন, অবশ্যই সময়সীমার মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। নচেৎ আপনার অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবেনা।

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।

আবেদনের সময়সীমা

এই নিয়োগে আবেদন জানানো যাবে আগামী 5th ফেব্রুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে এবং নতুন আপডেট পেতে কৃষ্ণনগর পুরসভার ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment