Madhyamik Syllabus – মাধ্যমিকের সিলেবাস বদলে যাচ্ছে 2024 থেকে!! নতুন পাঠ্যক্রম দেখুন।

আগামী বছর থেকে মাধ্যমিকের সিলেবাস বা Madhyamik Syllabus বদল হতে পারে এই রকমই মনে করছেন অনেকে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে খবরে এবং কিছু সূত্র মারফৎ পাওয়া জানকারি অনুসারে রাজ্যের শিক্ষা দফতরের (WB Education Department) অন্দরে মাধ্যমিকের পাঠ্যক্রম বদলে দেওয়ার বা সামান্য কিছু পরিবর্তন করার খবর জানতে পাওয়া যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় পশ্চিমবঙ্গের পড়ুয়ারা পিছিয়ে পরছে।

Madhyamik Syllabus Will Change In Next Year?

আর এই পিছিয়ে পরার জন্য বিভিন্ন শিক্ষাবিদেরা মাধ্যমিকের পাঠ্যক্রম (Madhyamik Syllabus) কেই দায়ি করছেন। কারণ শিক্ষার্থী জীবনের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এই দশম শ্রেণীর বা মাধ্যমিক পরিক্ষাকেই ধরা হয়, আর এই পরীক্ষার মানদণ্ড উন্নত মানের না হওয়ার জন্য সকল শিক্ষার্থীরা বাকি সকল বোর্ডের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না।

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা অনেক কমে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফে রাজ্য সরকারের প্রতিনিধিদের উদ্দেশ্য করে বলেছিলেন। মাধ্যমিকের সিলেবাস (Madhyamik Syllabus) অনেক পুরনো হয়ে গেছে এবং এই পাঠ্যক্রম পরিবর্তন করা নিয়ে রাজ্য সরকারের উচিত সঠিক চিন্তাভাবনা করা নইলে আমাদের ছাত্র ছাত্রীরা পিছিয়ে পরবে।

মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার জন্য অনেকেই Madhyamik Syllabus কেই দোষ দিচ্ছেন। এই নিয়ে কিছু সংবাদ মাধ্যমের তরফে ইংরেজি মিডিয়াম বা দিল্লী বোর্ডের সকল বিদ্যালয়ে তারা কেন নিজেদের বাচ্চাদের ভর্তি করাচ্ছেন সেই সম্পর্কে জানতে চাওয়া হলে তারা জানান বর্তমানের যুগ অনুসারে এই সকল বিদ্যালয়ের সিলেবাস কিন্তু বাংলা মিডিয়াম সকল স্কুলে মান্ধাতার আমলের সিলেবাসই হচ্ছে সমস্যার মূল কারণ।

কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফে জানানো হয়েছে আমাদের বাংলা মিডিয়ামের পড়ুয়ারা কোন অংসেই অন্য কারোর থেকে কম নয়। এই জন্য আমাদের উচিত Madhyamik Syllabus এ পরিবর্তনের মাধ্যমে এই সকল পড়ুয়াদের সঠিক পদ্ধতি দেখানো যার মাধ্যমে সকলে বাকি সকল ইংরেজি মিডিয়াম বা অন্য রাজ্যের বোর্ডের সঙ্গে সামঞ্জস্য নজায় রেখে সমাজে এগিয়ে যেতে পারে।

WB DA Protest – তীব্র আন্দোলনের হুঁশিয়ারি দিলেন সরকারি কর্মীরা, এই নিয়ে সরকারের অবস্থান জানুন।

পশ্চিমবঙ্গ সরকারের তরফেও এই নিয়ে (Madhyamik Syllabus) চিন্তাভাবনা করা শুরু করে দেওয়া হয়েছে বলে খবর। সরকারের তরফে CBSE ও ICSE বোর্ডের মতোই পাঠ্যক্রম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এবার অনেকেই মনে করছেন আগামী বছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা শুরু করে দেওয়া হতে পারে এবং এরই সঙ্গে জাতীয় শিক্ষানীতির সঙ্গে এই কাজ একই সঙ্গে শুরু করা হবে বলে মনে করছেন অনেক শিক্ষাবিদেরা।

HS Routine 2024 – 2024 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিনে পরিবর্তন করা হবে? সঠিক তথ্য জেনে নিন।

Leave a Comment