Job Fair – রাজ্য সরকারের বড় ঘোষণা! 30 হাজার শূন্যপদে নতুন চাকরি। সবাই আবেদন জানাতে পারবেন।

পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ বছরের শুরুতে বিপুল কর্মসংস্থান তথা Job Fair সৃষ্টির লক্ষ্যমাত্রা নিল রাজ্য সরকার। বেকার যুবক যুবতীদের নিয়োগ করা হবে অসংখ্য শূন্যপদে। দীর্ঘদিন ধরেই বাংলার শিক্ষিত চাকরিপ্রার্থীরা অভিযোগ তুলছিলেন, চাকরির সুযোগ কমেছে রাজ্যে। একটি সঠিক চাকরিতে নিয়োগ চান তাঁরা। আর তাঁদের কথা চিন্তা করেই এবার পশ্চিমবঙ্গে আয়োজিত হতে চলেছে কর্মসংস্থান মেলা।

WB Milan Utsab Job Fair Recruitment 2024

এই Job Fair আয়োজনের লক্ষ্য হলো যুবক যুবতীদের হাতে চাকরির চাবিকাঠি তুলে দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই অভিনব প্রয়াসের মাধ্যমে এবার নিয়োগ পেতে চলেছেন পশ্চিমবঙ্গের হাজার হাজার তরুণ তরুণী। বাংলার একাধিক দপ্তর, শিল্প, স্বাস্থ্য ক্ষেত্র সহ নানান জায়গায় চাকরি দেওয়া হবে প্রার্থীদের। কর্মসংস্থান মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হলো আজকের প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গ কর্মসংস্থান মেলা

বিগত বেশ কয়েক বছর ধরেই পশ্চিমবঙ্গ সরকার কর্মসংস্থান মেলা আয়োজন করে আসছে। প্রতি বছর জানুয়ারি মাস নাগাদ এই Job Fair এর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও কর্মসংস্থান মেলা আয়োজনে বদ্ধপরিকর রাজ্য সরকার। গত 3rd জানুয়ারি এই মেলা সংক্রান্ত নোটিফিকেশনটি জারি করা হয়েছিল।

জানা যাচ্ছে, আর কিছুদিনের মধ্যেই এই Job Fair তথা মেলার তোড়জোড় শুরু হবে বঙ্গে। এই মেলায় অংশ নিতে পারবেন এমন প্রার্থীরা যাঁরা বেশ কিছু সময় ধরে চাকরির অনুসন্ধান করছেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা, যে কোনো প্রান্তের অধিবাসী এই নিয়োগে আবেদন যোগ্যতা রাখেন। যদিও মেলায় অংশগ্রহণের আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

সূত্রের খবর, কলকাতার পার্ক সার্কাস ময়দানে এই কর্মসংস্থান মেলা আয়োজিত হতে চলেছে শীঘ্রই। এই মেলার প্রয়োজনে রাজ্যকে মোট পাঁচটি ভাগে যথা- ১) শিলিগুড়ি ২) বহরমপুর ৩) কলকাতা ৪) মেদিনীপুর ও ৫) বারাসত এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এ বছরের জব ফেয়ারে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক-সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা
থাকা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

তবে খেয়াল রাখবেন, এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে কাজ দেওয়া হবে। পাশাপাশি, মেলায় অংশগ্রহণের জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি। বিভিন্ন বয়সের প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন বলে জানা যাচ্ছে।

রাজ্যে নতুন শিল্প ইন্ডাস্ট্রিতে হাজার হাজার চাকরির সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রি।

রেজিস্ট্রেশন পদ্ধতি

কর্মসংস্থান মেলায় অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আর তার জন্য আগ্রহী প্রার্থীদের ভিজিট করতে হবে অফিসিয়াল সাইটে। ধাপে ধাপে জেনে নিন রেজিস্ট্রেশন প্রসেস।

Govt Job - সরকারি চাকরি

১) জব ফেয়ারে আবেদন জানাতে হলে প্রার্থীকে (Paschim Bangla Skill Development) এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) এরপর ওয়েবসাইট থেকে ‘Milan Utsav’ অপশনে ক্লিক করতে হবে।
৩) ওয়েবসাইটে ‘Apply For Job Fair’ লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।

৪) এর পরের ধাপে নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে চাকরির আবেদন জানান।
৫) সবকটি ক্ষেত্রে সঠিক তথ্য লিখে এবং ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment