Municipality Recruitment – সরাসরি ইন্টারভিউর মাধ্যমে 20 হাজার টাকা বেতনসহ পৌরসভায় কর্মী নিয়োগ।

রাজ্যে শুরু হল Municipality Recruitment. রাজ্যে বেশ কিছু শূন্যপদে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশিত। চলতি বছরের শেষপর্বে নয়া নিয়োগ কর্মসূচি গৃহীত হল রাজ্যে। কোনো আবেদন ছাড়া শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। কোথায় হচ্ছে এই নিয়োগ? কোন পদ? কত বেতন? যোগ্যতা কী? আসুন এই সকল প্রশ্নের উত্তর খুঁজি আজকের এই প্রতিবেদনে। একনজরে দেখে নিন সবটা।

WB Municipality Recruitment of Kolkata in 2023

ভ্যাকেন্সি ডিটেলস

সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিধাননগর পৌরনিগম (Municipality Recruitment). এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক শূন্যপদে চাকরি দিতে চলেছে কর্তৃপক্ষ।
১. নির্বাচিত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে স্যানিটারি ইন্সপেক্টর পদে।
২. মোট শূন্যপদের সংখ্যা তিনটি।
৩. যে যে ব্যক্তিদের এই তিনটি পদের জন্য নির্বাচিত করা হবে, তাঁদের নির্দিষ্ট যোগ্যতা বিচার করবে কর্তৃপক্ষ।

মাসিক বেতন

এছাড়া, যাঁরা এই Municipality Recruitment এর পৌরসভায় উপযুক্ত পদের জন্য নিযুক্ত হবেন তাঁরা প্রতিমাসে 20 হাজার টাকা করে বেতন পাবেন। আসুন জেনে নিই এই পদের যোগ্যতা ও বয়সসীমা সংক্রান্ত তথ্যগুলি।

যোগ্যতা

প্রার্থীদের মধ্যে বাছাই প্রক্রিয়া শুরুর আগে বেশ কিছু যোগ্যতা বিচার করা হবে। যেমন, এই পদে চাকরির জন্য সেই প্রার্থীকে কোনো সরকারি কিংবা সরকার অধীনস্থ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। কেবল যোগ্যতা নয়, বয়সসীমার ক্ষেত্রেও মাপকাঠি ধার্য করেছে বিধাননগর পৌরনিগম।

অষ্টম শ্রেণী ও HS পাশ করলেই পশ্চিমবঙ্গে প্রচুর শুন্যপদে সরকারি চাকরির সুযোগ।

বয়সসীমা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীর বয়স 1st জানুয়ারি 2024 অনুসারে 62 বছরের মধ্যে হতে হবে। নচেৎ তিনি যোগ্য বলে বিবেচিত হবেন না। এককথায় বলা যায় যে, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যাদের বয়স 62 বছরের মধ্যে

Teacher Recruitment (শিক্ষক নিয়োগ)

নিয়োগ প্রক্রিয়া

উল্লিখিত পদে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা হবে না।
১. সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে।
২. সেক্ষেত্রে আগামী 22 ডিসেম্বর 2023 বেলা 12 টার মধ্যে আগ্রহী প্রার্থীরা পৌরভবনে উপস্থিত হবেন ইন্টারভিউর জন্য।

রাজ্যে শুরু হল শিক্ষক পদে নিয়োগ! যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি জেনে নিন।

৩. ওই দিন প্রার্থীরা তাঁদের সঙ্গে বায়োডেটা, কর্মজীবনের অভিজ্ঞতা শংসাপত্র, বেতনের রসিদের মতো দরকারি ডকুমেন্টগুলি নিয়ে আসবেন।
৪. এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
Written by Arshi Chakraborty.

Leave a Comment