রাজ্য সরকার নাগরিকদের জন্য একাধিক Government Scheme চালু করেছে। এর মধ্যে কিছু প্রকল্প যেমন আর্থিক সুবিধা দেয়, তেমনই কিছু প্রকল্পের মাধ্যমে চাকরি সম্বন্ধীয় সুযোগ সুবিধা মেলে। কেবল রাজ্য সরকার নয়, বরং কেন্দ্রীয় সরকারেরও বেশ কিছু প্রকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। সম্প্রতি একটি নতুন প্রকল্পের সূচনা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পটির নাম ‘কর্মদিশা’ প্রকল্প।
WB New Government Scheme Amar Karmadisha
পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের এই Government Scheme এর মাধ্যমে ট্রেনিং দেওয়া হবে। তাঁদের যোগ্য করে তোলা হবে বিভিন্ন সংস্থায় কাজের জন্য, সবশেষে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই প্রকল্পের আবেদন জানানোর পদ্ধতি, আবেদন যোগ্যতা সহ বিস্তারিত বিবরণী জানতে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।
‘কর্মদশা’ প্রকল্প কী?
রাজ্যের বেকার যুবক যুবতীরা যাতে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারে সেই উদ্দেশ্যেই চালু হয়েছে ‘আমার কর্মদিশা’ প্রকল্প। রাজ্য সরকারের কারিগরী প্রশিক্ষণ দফতরের তরফে এই Government Scheme এর সূচনা হয়েছে। এর আগেও রাজ্য সরকার যুবক যুবতীদের কর্মসংস্থানের নানান উদ্যোগ নিয়েছে। স্কিল ডেভেলপমেন্ট এর ব্যবস্থা করেছে সরকার।
সেরকমই এক পদক্ষেপ স্বরূপ ‘কর্মদিশা’ প্রকল্পের সূচনা হয়েছে বাংলায়। রাজ্য জুড়ে প্রতি জেলায় জেলায় যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হয়েছে, সেখানে এই প্রকল্পের আবেদন পত্র পাওয়া যাবে ও ফিল আপ করে জমা দেওয়া যাবে (Government Scheme).
প্রকল্পের উদ্দেশ্য কী?
রাজ্যে সরকারের ‘আমার কর্মদিশা’ প্রকল্পটিতে নাম নথিভুক্ত করা যুবক যুবতীদের কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণ তাঁদের কর্মসংস্থানের রাস্তা দেখাবে। প্রকল্পের মাধ্যমে একজন আবেদনকারীর ব্যক্তিত্ব ও আগ্রহ অনুসারে তাঁদের পেশা নির্বাচনে সাহায্য করা হবে, তাঁদের পেশা সংক্রান্ত ক্ষেত্রে পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি, পলিটেকনিক, আইটিআই, ও অন্যান্য প্রতিষ্ঠানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংক্রান্ত বিষয়ে পরামর্শও পেতে পারেন আবেদনকারী যুবক যুবতীরা।
কাজের পদ্ধতি
‘আমার কর্মদিশা’ প্রকল্পটি বেকার যুবক-যুবতীদের স্কিল ডেভেলপমেন্ট সুযোগ করে দেবে। রাজ্যের প্রতিটি জেলায় রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন কর্মসংস্থান শিবির গড়ে তোলা হচ্ছে। এই শিবিরে অংশ নিতে পারবেন তাঁরা। শিবিরে সংস্থার তরফে প্রয়োজনীয় ট্রেনিং ক্লাস নেওয়া হচ্ছে, আধিকারিকরা আসছেন। যুবক যুবতীরা এখান থেকে নিজেদের গড়ে নিতে পারবেন। প্রশিক্ষণ সম্পন্ন হলে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে পারবেন সেই ব্যক্তি।

কারা আবেদন জানাতে পারবেন?
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘আমার কর্মদিশা’ প্রকল্পের আবেদন জানাতে হলে সেই আবেদনকারীর বয়স হতে হবে 15 বছর থেকে 45 বছরের মধ্যে। মোট কথা কর্মমুখী যুবক যুবতীরাই এখানে আবেদন জানানোর জন্য উপযুক্ত।
রেশন কার্ড থাকলেই পেয়ে যাবেন 6 হাজার টাকা! 16th ডিসেম্বর থেকে চালু হল এই কর্মসূচী।
আবেদন পদ্ধতি
রাজ্যে শুরু হয়েছে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার ক্যাম্প। এই ক্যাম্প চলবে আগামী 30th ডিসেম্বর পর্যন্ত। ‘আমার কর্মদিশা’ প্রকল্পে আবেদন জানাতে চাইলে আবেদনকারীকে ভিজিট করতে হবে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে। এখান থেকেই পাবেন প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। যা ফিল আপ করে জমা দিতে পারবেন শিবিরেই। এছাড়া এই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানতে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে খোঁজখবর করতে পারবেন।