LIC Recruitment – LIC তে কর্মী নিয়োগে আর মাত্র 4 দিন বাকি! এখনি আবেদন করুন।

শীঘ্রই বিপুল শূন্যপদে LIC Recruitment হতে চলেছে বাংলায়। গ্র্যাজুয়েশন পাশের যোগ্যতা থাকলেই এই নিয়োগে অংশ নিতে পারবেন চাকরিপ্রার্থী তরুণ তরুণীরা। আবেদন জানানো যাবে রাজ্যের যে কোনো জেলার থেকেই। চলতি বছরের শেষে নিয়োগ সম্পন্ন হবে ও নতুন বছরের শুরুর দিকেই চাকরি দেওয়া হবে যোগ্যদের। নিযুক্তরা প্রতিমাসে পাবেন মোটা অঙ্কের বেতন। আবেদন জানানোর আগে যোগ্যতা, নিয়মাবলীগুলি ভালো করে জেনে নিন। নিয়োগের বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো আজকের এই প্রতিবেদনে।

New LIC Recruitment 2024 Apply Online

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • শূন্যপদ ও বেতন
  • আবেদন যোগ্যতা
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা

ভ্যাকেন্সি ডিটেলস

অতি সম্প্রতি LIC Housing Finance Limited এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এখানে মূলত অ্যাপ্রেন্টিস পদের জন্য নিয়োগ করা হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে অফিসিয়াল ওয়েবসাইট মারফত।

শূন্যপদ ও বেতন

এই LIC Recruitment এর মোট শূন্যপদের সংখ্যা 250 টি। ইচ্ছুক প্রার্থীরা যারা এই নিয়োগে অংশ নিতে চান তাঁরা আবেদন জানাবেন। আবেদন জানানোর পর তাঁরা যদি যোগ্য বলে বিবেচিত হন তবে তাঁদের প্রতিমাসে 15 হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগে আবেদনের শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা সম্পর্কে ধারণা করে নিন।

আবেদন যোগ্যতা

যে সমস্ত আগ্রহীরা চলতি LIC Recruitment প্রক্রিয়ায় আবেদন জানাতে চান তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী দের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন।

‘কর্মদিশা’ প্রকল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ! 15-45 বছরের মধ্যে আবেদন করুন।

বয়সসীমা

যে সকল আগ্রহীরা এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁদের বয়সসীমা সম্পর্কে ধারণা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই সকল আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 20 বছর থেকে সর্বোচ্চ 25 বছরের মধ্যে। যদিও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাওয়া যাবে।

BSK Recruitment 2023 (বিএসকে পদে কর্মী নিয়োগ ২০২৩)

আবেদন পদ্ধতি

(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হল (www.lichousing.com)।
(B) এরপর এই ওয়েবসাইট থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন প্রার্থীরা। রেজিস্ট্রেশন হলে ওয়েবসাইট মারফত সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্ম টি ফিল আপ করে জমা দিতে হবে।
(C) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করে তার একটি কপি নিজেদের কাছে রেখে দেবেন।

পশ্চিমবঙ্গে আর কেউ বেকার থাকবে না। ঘরে ঘরে চাকরি! ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের।

আবেদনের সময়সীমা

এই LIC Recruitment এ আবেদন জানানোর শেষ তারিখ আগামী 31st ডিসেম্বর 2023. তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এই ধরনের খবর প্রতিদিন পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং পেজটি ফলো করুন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment