আপনি কি একজন চাকরিপ্রার্থী? অনেকদিন ধরেই শিক্ষকতার চাকরি খুঁজছিলেন? এবার আপনার জন্য এল সুবর্ণ সুযোগ। নতুন একটি NSOU Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে রয়েছে চাকরির সুযোগ। এই নিয়োগে কারা অংশগ্রহণ করতে পারবেন? কিভাবে আবেদন করতে হবে? নিয়োগ প্রক্রিয়া কিভাবে চলবে? সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
NSOU Recruitment for The Post of Teacher
- ভ্যাকেন্সি ডিটেলস
- মোট শূন্যপদ
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- আবেদন প্রক্রিয়া
- ইন্টারভিউ
ভ্যাকেন্সি ডিটেলস
নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (NSOU) তে রয়েছে কর্মখালির সুযোগ। সম্প্রতি এই সম্পর্কিত একটি NSOU Recruitment বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে মূলত শিক্ষক পদে নিয়োগ করা হবে। নিয়োগ হবে বিশ্ববিদ্যালয় স্কুল অফ এডুকেশনের জন্য এই নিয়োগ। তবে এই নিয়োগে কর্মীদের পূর্ণ সময়ের জন্য অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে। কোনো নিয়োগ পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা পাবেন প্রার্থীরা। আসুন জেনে নেওয়া যাক এই নিয়োগের আবেদন যোগ্যতা।
মোট শূন্যপদ
সংশ্লিষ্ট NSOU Recruitment এ মোট শূন্যপদের সংখ্যা হল দুটি। নিয়োগ দেওয়া হবে স্পেশ্যাল এডুকেশন (ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি/ মেন্টাল রিটার্ডেশন) এবং স্পেশ্যাল এডুকেশন (হিয়ারিং ইম্পেয়ারমেন্ট) এই দুটি পদে। প্রতিমাসে ভালো মূল্যের পারিশ্রমিক পাবেন প্রার্থীরা। প্রার্থীরা জেনে নিন আবেদন যোগ্যতা।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ! মোট শূন্যপদ 1025 টি।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা NSOU তে চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, এই NSOU Recruitment এ যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন তাঁদের কোনো ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়া ইউজিসি স্বীকৃত সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা উপাচার্যরাও উল্লিখিত পদে আবেদন জানতে পারবেন।
বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা এই NSOU Recruitment এ অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 68 বছর পর্যন্ত। আবেদনের ক্ষেত্রে বয়স সীমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
এই NSOU Recruitment এ প্রার্থীদের আগের থেকে কোনো আবেদন জানাতে হবে না। বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। TET ছাড়াই, প্রশিক্ষণ থাকলে আবেদন করুন।
ইন্টারভিউ
এই NSOU Recruitment এর ইন্টারভিউ হবে আগামী 16th ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটা থেকে সল্টলেক বিশ্ববিদ্যালয়ের হেড কোয়ার্টারে। প্রার্থীদের বারোটার মধ্যে সেখানে পৌঁছাতে হবে। নির্দেশ মতো সঠিক স্থানে পৌছে আগ্রহীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। ইন্টারভিউর দিন নিজেদের ডকুমেন্টগুলি নিয়ে যেতে ভুলবেন না। এছাড়া বিস্তারিত জানতে NSOU এর অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।
Written by Purbasha Chakraborty.