সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা PNB Recruitment এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চাকরিপ্রার্থী যুবক যুবতীদের মধ্যে অনেকেই ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন। কিন্তু সঠিক সুযোগের অভাব থাকায় সেই স্বপ্ন অধরা রয়ে যায়। কিন্তু এবার আর সুযোগ হাতছাড়া হওয়ার নয়! পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) দিল খুশির খবর। সম্প্রতি পিএনবির তরফে কর্মখালির বিজ্ঞপ্তি প্রকাশ হল। কারা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন? কবে পর্যন্ত আবেদন চলবে? বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনটির মারফত।
West Bengal PNB Recruitment for Specialist Officer
- ভ্যাকেন্সি ডিটেলস
- শূন্যপদের সংখ্যা
- আবেদন প্রক্রিয়া
- নিয়োগ প্রক্রিয়া
- আবেদনের সময়সীমা
ভ্যাকেন্সি ডিটেলস
সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা PNB Recruitment এর তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেখানে একগুচ্ছ শূন্যপদের কর্মখালির তথ্য উঠে এসেছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এখানে স্পেশালিস্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা 1025 টি। বিপুল শূন্যপদের নিয়োগ কর্মসূচি সারা হবে এই বছরের মধ্যেই। আবেদন জানানোর জন্য কী কী যোগ্যতা লাগবে, নিয়োগ প্রক্রিয়া কিভাবে চলবে তার সমস্ত তথ্য একনজরে জেনে নিন।
শূন্যপদের সংখ্যা
PNB Recruitment তরফে অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে, এখানে স্পেশালিস্ট অফিসার পদে মোট শূন্যপদের সংখ্যা 1025 টি। এর মধ্যে অফিসার ক্রেডিট পদে শূন্যপদের সংখ্যা 1000 টি, ম্যানেজার ফোরেক্স পদে শূন্যপদের সংখ্যা 15 টি, ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে শূন্যপদের সংখ্যা 5 টি, আর সিনিয়র ম্যানেজার সাইবার সিকিউরিটি পদে শূন্যপদের সংখ্যা হল 5 টি।
আবেদন প্রক্রিয়া
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা PNB Recruitment এর আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনের মারফত। জেনে নিন আবেদন প্রক্রিয়া
ইন্টারভিউর মাধ্যমে ভারত ইলেকট্রনিক্সে 20 হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ।
(A) এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা PNB Recruitment এ আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হল (pnbindia.in).
(B) অফিসিয়াল ওয়েবসাইট মারফত অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করতে হবে।
(C) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করে তার একটি কপি প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দেবেন।
(D) অবশ্যই উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করবেন, নচেৎ আপনার অ্যাপ্লিকেশন গৃহীত হবে না।
নিয়োগ প্রক্রিয়া
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা PNB Recruitment তরফে এই নিয়োগে একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। আবেদনরত প্রার্থীদের অনলাইন পরীক্ষার পর অংশ নিতে হবে পার্সোনাল ইন্টারভিউতে। লিখিত পরীক্ষাটি হবে মোট 100 নম্বরের। সময়সীমা 2 ঘন্টা। ইন্টারভিউর জন্য থাকবে মোট 50 নম্বর। দুই ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেবে পিএনবি কর্তৃপক্ষ।
রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। TET ছাড়াই, প্রশিক্ষণ থাকলে আবেদন করুন।
আবেদনের সময়সীমা
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তথা PNB Recruitment এর আবেদন শুরু হবে আগামীকাল 7th ফেব্রুয়ারি থেকে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 25 ফেব্রুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
Written by Purbasha Chakraborty.