PSC Clerkship – রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতির 10 টি প্রশ্ন উত্তরের তালিকা! এক ঝলকে দেখে নিন।

PSC Clerkship হল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের একটি পরীক্ষা। এই পরীক্ষা সাধারণত ক্লার্কপদে নিয়োগের জন্য নেওয়া হয়ে থাকে। শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই আপনি এই PSC Clerkship এর পরীক্ষার বসতে পারবেন। আর এই ক্লার্কশিপ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন আগেই। তাই সবাই এখন এই পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে খুবই ব্যাস্ত। আর যারা এখনও এই পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের জন্য আমরা কিছু প্রশ্নের তালিকা নিয়ে এসেছি।

West Bengal PSC Clerkship Question Answer Practice Set

এই PSC Clerkship প্রশ্নের তালিকাটি বিগত বছরের প্রশ্নের তালিকার উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। এই তালিকায় মোট 10 টি প্রশ্নে উত্তর দেওয়া আছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই প্রশ্ন উত্তরগুলি। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন এবং পেজটি ফলো করুন।

১) ভারতে সর্বপ্রথম পূজিত হয়‌ কার মানব মূর্তি?
ক) শ্রীরামকৃষ্ণ 
(খ) পাশ্বনাথ‌
(গ) মহাবীর
(ঘ) গৌতম বুদ্ধ

উত্তর: গৌতম বুদ্ধ

২) বাংলার সর্বপ্রথম সার্বভৌমিক নরপতি কে?
(ক) ধর্মপাল
(খ) দেবপাল
(গ) লক্ষণ সেন
(ঘ) শশাঙ্ক

উত্তর: শশাঙ্ক

৩) আত্মজীবনী রচনা করেছিলেন ভারতের কোন সুলতান?
(ক) মোহাম্মদ বিন তুঘলক
(খ) ফিরজ শাহ তুঘলক
(গ) আলাউদ্দিন খলজী
(ঘ) গিয়াসুউদ্দিন বলবন

উত্তর: ফিরজ শাহ তুঘলক

৪) তেমুজিন কার আসল নাম ছিল?
(ক) হুমায়ুন
(খ) চেঙ্গিস খান
(গ) শেরশাহ
(ঘ) তৈমুর লঙ

উত্তর: চেঙ্গিস খান

৫) কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন-
(ক) গোপাল
(খ) মহিপাল
(গ) দিব্য
(ঘ) মঙ্গল পান্ডে

উত্তর: দিব্য

৬) নন্দ বংশের শেষ রাজার নাম ছিল-
(ক)বিন্দুসার
(খ) রামানন্দ
(গ) ধননন্দ 
(ঘ) মহাপদ্মা নন্দ

উত্তর: ধননন্দ

৭) কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? 
(ক) প্রথম চন্দ্রগুপ্ত
(খ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(গ) সমুদ্রগুপ্ত
(ঘ) অশোক

উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

টেট পরীক্ষা ছাড়াই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু।

৮) কার অনুসরণে শেরসাহ তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন?
(ক)আলাউদ্দিন খলজী
(খ) সুলতানা রাজিয়া
(গ) আকবর
(ঘ) হুমায়ুন

উত্তর: আলাউদ্দিন খলজী

Govt Job Vacancy (সরকারি চাকরি সুযোগ)

৯) ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি? 
(ক) টোডরমল
(খ) আলবেরুনী
(গ) তোরমান
(ঘ) মেহিরকুল

উত্তর: মেহিরকুল

টেট পরিক্ষার নিয়মে বদলি! নতুন কোন সমস্যার মুখে পড়তে চলেছে পরীক্ষার্থীরা?

১০) মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
(ক) আলাউদ্দিন খলজী
(খ) মোহাম্মদ বিন তুঘলক
(গ) শেরশাহ
(ঘ) আকবর

উত্তর: আলাউদ্দিন খলজী

Leave a Comment