আর কিছু দিন পরেই সমগ্র রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayet Election) এর ঘোষণা হয়েছে আর School Holiday বা বিদ্যালয়ে ছুটি নিয়ে সমগ্র রাজ্যবাসীর মনে নানান প্রশ্ন জাগছে। কারণ আমরা সকলেই জানি যে লোকসভা, বিধানসভা, পৌরসভা বা পঞ্চায়েত এই সকল ভোটের আয়োজন সরকারি বিদ্যালয় গুলিতেই সব সময় হয়ে থাকে। এই কারণের জন্য কিছু দিনের জন্য পড়াশোনা বন্ধ রাখতে হয়। আগামী জুলাই মাসে সমগ্র পশ্চিমবঙ্গের সমগ্র স্থানে পঞ্চায়েত ভোট আয়োজন হতে চলেছে।
School Holiday In West Bengal.
এই কারণের জন্য পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের (Finance Department Of West Bengal) তরফে নির্দেশিকা (Memorandum) জারি করে রাজ্যের কোন কোন স্থানে ঠিক কতো দিনের জন্য ছুটি থাকতে চলেছে সেই সম্পর্কে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে (School Holiday). রাজ্যের মোট ২০ টি জেলায় এই পঞ্চায়েত ভোটের আয়োজন হতে চলেছে। এই ছুটি শুধুমাত্র পঞ্চায়েত এলাকার স্কুল ও অফিস গুলির ক্ষেত্রেই প্রযোজ্য।
কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সকল জেলায় এই ছুটি (School Holiday) থাকতে চলেছে। গ্রাম পঞ্চায়েত এর সঙ্গে সঙ্গে জেলা পরিষদেরও ভোট হবে।
এই School Holiday বা সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস গুলি বন্ধ রাখার পেছনে সরকারের মূল উদ্দেশ্য হল সকল নাগরিকরা যাতে নিজেদের গণতান্ত্রিক অধিকার (Fundamental Rights) এর প্রয়োগ সফল ভাবে করতে পারে। এছাড়াও ভোটের জন্য যেই সকল পুলিশ স্টেশন, স্কুল বা অন্য কোন ধরণের সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করা হবে সেই সকল স্থানেও ভোটের দিন ও আগের ও পরের দিন ছুটি থাকবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 2023 সালে কতো টাকা পাবেন? এক ক্লিকে জেনে নিন।
কোন পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিক যদি পৌরসভা এলাকায় কর্মরত হন তাহলে কি তিনি ছুটি পাবেন? হ্যাঁ তার মূল ঠিকানা যেহেতু পঞ্চায়েত এলাকাতে সেই কারণের জন্য তিনি অতিরিক্ত ছুটি পাবেন (School Holiday). Kaajcareer এর সদস্যদের তরফে রাজ্যের সকল নাগরিকদের অনুরোধ আপনারা সকলে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন ও ভোট দিন।
Swasthya Sathi Card – অতি সহজেই স্বাস্থ্যসাথী কার্ডে অনলাইনের মাধ্যমে আবেদনের পদ্ধতি দেখে নিন।