গরমের ছুটি নিয়ে করা হল বড় ঘোষণা। গরমের ছুটির তালিকায় দিনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে (Summer Vacation). যে হারে দিন দিন গরমের মাত্রা বাড়ছে তাতে মানুষের ১০ মিনিটও বাড়ির বাইরে থাকা দুঃসাধ্যকর হয়ে দাঁড়াচ্ছে। বৈশাখ মাসকে আমরা স্বাগত জানিয়েছি মাত্র তিন দিন হয়েছে আর তার মধ্যেই গরমে নাজেহাল রাজ্যবাসী। আমাদের এই গ্রীষ্ম প্রধানদেশে গরম পরাটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়।
WB Schools Summer Vacation Dates Announced
তবে সূর্যের প্রভাব যে হারে বছরের পর বছর এই ঘটনা ভীষণভাবে অস্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে। বৈশাখের শুরুতেই তাপমাত্রা 37 ডিগ্রি পারদ ছুঁয়েছে। এখনও সূর্যের প্রকোপ আরও বাড়বে। মে জুন মাসে তাপমাত্রা থাকবে তুঙ্গে। ইতিমধ্যেই এই তাপমাত্রায় স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা দৃষ্টিমূলক ভাবে কমে এসছে।
কোথায় কোথাও আবার ওয়াটার বেলের মাধ্যমে সময়ে সময়ে ছাত্র ছাত্রীদের নিয়মমাফিক জলও খাওয়ানো হচ্ছে। এসব কিছু করেও স্কুল পড়ুয়াদের সুস্থ রাখা যাচ্ছেনা। গরমে কোনো না কোনো ভাবে অসুস্থ হয়ে পড়ছেই তারা। এছাড়া কলেজ পড়ুয়াদেরও অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। সাথে ভোটের দরুনও ছুটির তারিখ কিছুটা বাড়ানোই হল। যে ছুটিটা ৯ মে থেকে ২ রা জুন অব্দি দেওয়ার কোথা ছিল তা এখন দেওয়া হবে ৬ মে থেকে (Summer Vacation).
অর্থাৎ ২২ দিন আপাতত গরমের ছুটি দেওয়া হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। তবে এই ছুটিটি সম্পূর্ণ অনুমানের ভিত্তিতে দেওয়া হয়েছে কারন গরমে মানুষের অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাড়াবে তা এখনই বলা যাচ্ছেনা (Summer Vacation). তবে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে গরমের ছুটি পরার আগেই শিক্ষার্থীদের কাছ থেকে সমস্ত প্রজেক্ট জমা নিয়ে প্রথম সামেটিভ টেস্ট কমপ্লিট করে ফেলতে হবে।
মাধ্যমিক স্কুলগুলোতে একটানা ছুটি থাকবে বলেই জানা গিয়েছে (Summer Vacation). লোকসভা ভোটের জন্য বেশ কিছু স্কুলে ক্যাম্প করে থাকছে কেন্দ্রীয় সেনাবাহিনী সেক্ষেত্রেও রাজ্যের বেশ কটি স্কুল আগাম বন্ধ রয়েছে। এছাড়া ভোটের কাজের জন্যও কয়েকটি স্কুল নেওয়া হয়েছে। ভোটের দানের জন্যও সেই সব স্কুল গুলিকে ভোট উপযোগী করে তুলতে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে।
এছাড়া ভোটের দিন গুলি তো নিঃসংকোচে সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। মোটের ওপর ভোট এবং তাপমাত্রা প্রবল থাকার জন্যও প্রত্যেক বারের তুলনায় এই বছর তুলনামূলক ভাবে বেশি ছুটি পাবেন শিক্ষার্থীরা। ভোটের মাঝেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকেরও ফলাফল ঘোষণা করা হবে এমনটাই সুত্রের খবর।