Semiconductor Industry – রাজ্যে নতুন শিল্প ইন্ডাস্ট্রিতে হাজার হাজার চাকরির সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রি।

পশ্চিমবঙ্গের বেকার সমস্যা উর্ধ্বমুখী। চাকরির দাবিতে পথে দিন কাটাচ্ছেন চাকরিপ্রার্থী যুবক যুবতীরা (Semiconductor Industry). চাকরির অভাবে দেশের সমস্ত রাজ্যবাসীর সামনে একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে বাংলা। এমতাবস্থায় একটি বৃহত্তর উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই উদ্যোগের ফলে প্রচুর চাকরিপ্রার্থী নিয়োগ পাবেন বলে আশা। চলতি বছরের মধ্যে এই আলোচনার বাস্তবায়ন হবে ও শূন্যপদে নিয়োগ দিয়ে বেকার সমস্যা হ্রাসে উল্লেখযোগ্য পদক্ষেপ হবে বলে সরকার পক্ষের আশ্বাস।

WB Semiconductor Industry Recruitment in 2024

আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হল রাজ্যের নয়া এই উদ্যোগের বিষয়ে। ক্রমে ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর শিল্প তথা Semiconductor Industry এর উন্নতি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বাংলায় সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতি যে রাজ্যের অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব ফেলবে তা আগের থেকেই ধারণা করতে পারছে সরকার।

এর পাশাপাশি এই শিল্পের বা Semiconductor Industry অগ্রগতিতে বাড়বে কর্মসংস্থানের সুযোগও। আর তাই সংশ্লিষ্ট বিষয়ে নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত সোমবার 8th জানুয়ারি থেকে বুধবার 10th জানুয়ারি পর্যন্ত কলকাতায় আয়োজিত হয়েছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন (ভিএলএসআই) ডিজাইন এবং এমবেডেড সিস্টেমস সম্পর্কিত তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সন্মেলন।

এই সন্মেলনের লক্ষ্য ছিল রাজ্যে সেমি-কন্ডাক্টর ও ভিএলএসআই ডিজাইনের উপর উচ্চশিক্ষা ও গবেষণাকে উৎসাহিত করা। বর্তমানে এই শিল্প ‘সানশাইন ইন্ডাস্ট্রি’ নামে খ্যাত। রাজ্যে সেমি কন্ডাক্টর শিল্পের সম্ভাবনাগুলিকে বাড়াতে সন্মেলনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কী কী ভাবে শিল্পের সম্ভাবনা বৃদ্ধি সম্ভব, কোন পথে কর্মসংস্থান বৃদ্ধি করা যায় সেই সমস্ত নিয়েই আলোচনা করা হয়েছে সন্মেলনে।

বছরের শুরুতেই 7 হাজারেরও বেশি শূন্যপদে গ্রাম পঞ্চায়েত ও সমিতিতে কর্মী নিয়োগ।

সোমবার 8th জানুয়ারি সন্মেলনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের আইটি ও ইলেকট্রনিক্স মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জন্য একটি সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরির দিকে দ্রুততার সঙ্গে কাজ করছে (Semiconductor Industry. সরকার প্রচেষ্টায় আছে যাতে রাজ্যে সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশে অনুকূল পরিবেশ তৈরি হয়।”

Kalyani AIIMS Recruitment (কল্যানী AIIMS এ কর্মী নিয়োগ)

এর পাশাপাশি তিনি এও বলেন যে, “বর্তমানে রাজ্যে 22 টি আইটি পার্ক আছে যার চাহিদা প্রচুর। এর মধ্যে 17 টি প্রায় পূর্ণ।” এরপরও, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য রাজ্যে ইউনিট স্থাপনের পর্যাপ্ত জায়গা আছে বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি আয়োজিত সন্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প, স্টার্ট-আপ, সরকার ও একাডেমি মিলিয়ে এক হাজারেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছিলেন বলে জানা যাচ্ছে।

 ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।

অধিবেশনে উপস্থিত শিবপুরের ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (IIEST) এর অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, “ভিএলএসআই এবং সেমি কন্ডাক্টরগুলির বিকাশ রাজ্যে দশ হাজারেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে সাহায্য করবে।” পশ্চিমবঙ্গের জন্য এটি নিঃসন্দেহে একটি ভালো সূচনা।

ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 300 জনেরও বেশি শিক্ষার্থী ভিএলএসআই সোসাইটি অফ ইন্ডিয়া দ্বারা ফেলোশিপ পেয়েছেন। আগামী দিনে এই শিল্প রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিতে বিশেষ সাহায্য করবে বলেই বিশেষজ্ঞ মহলের মত রয়েছে (Semiconductor Industry). এই ধরনের তথ্য পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো করুন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment