রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পেল। এই Group D Recruitment প্রক্রিয়া সমস্ত প্রার্থীদের জন্যই একটি সুবর্ণ সুযোগ। কারণ অষ্টম শ্রেণী পাশের যোগ্যতা থাকলেই নিয়োগে আপনি আবেদন জানাতে পারবেন। রাজ্যের এই নয়া নিয়োগে কী কী আবেদন যোগ্যতা থাকছে, কারা এখানে আবেদন জানাতে পারবেন, কোন পদ্ধতিতে আবেদন জানানো যাবে, তা বিস্তারিত জানতে মন দিয়ে পড়ে ফেলুন সম্পূর্ণ প্রতিবেদনটি।
WBBSE School Stuff Group D Recruitment 2024
সম্প্রতি পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে গ্রুপ ডি (Group D Recruitment) কর্মী পদে কর্মী নিয়োগ করা হবে। আর তার জন্য শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া। আবেদন যোগ্যতা হিসেবে বেশ কিছু শর্তও রাখা হয়েছে। আবেদন জানানোর আগে সবটা মন দিয়ে পড়ে নিন আগ্রহী প্রার্থীরা।
- পদের নাম ও শূন্যপদের সংখ্যা
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- আবেদন পদ্ধতি
- আবেদনের সময়সীমা
- নিয়োগ প্রক্রিয়া
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে যে, এই Group D Recruitment এ মূলত গ্রুপ ডি এর রাঁধুনি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা একটি। অর্থাৎ একজনকেই এখানে নিয়োগ করা হবে। আসুন জেনে নেওয়া যাক আবেদন যোগ্যতা তথা আবেদনের শর্তগুলি।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা এই Group D Recruitment প্রক্রিয়ায় অংশ নিতে চান তাঁরা অবশ্যই এখানে উল্লেখ করা শিক্ষাগত যোগ্যতার সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, নিয়োগে আবেদন জানানো প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাশের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকলে থাকলে এই নিয়োগে আবেদন জানাতে পারবেন। তারপর বিচার বিবেচনা করে শূন্যপদের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা এই পদের নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, নিয়োগে অংশ নেওয়া প্রার্থীদের বয়স হতে হবে 1st জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 38 বছরের মধ্যে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
আবেদন পদ্ধতি
এই Group D Recruitment এ আবেদন জানানো যাবে অফলাইন মারফত। কিভাবে আবেদন জানাবেন তা স্টেপ বাই স্টেপ নিম্নে বর্ণনা করা হল।
(A) আগ্রহীরা প্রথমে একটি পরিষ্কার সাদা কাগজে নিজের বায়োডেটা তৈরি করে নেবেন।
(B) বায়োডেটাটিতে নিজের তথ্যাবলী সঠিকভাবে পূরণ করবেন। আর বায়োডেটার সঙ্গে নিজের শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণ পত্র, নাগরিক প্রমাণ পত্র ইত্যাদি জরুরি নথিগুলি জেরক্স করে একজোট করবেন ও যুক্ত করবেন।
উচ্চমাধ্যমিক পাশে রাজ্যের ডিএম অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ।
(C) এর পরের ধাপে আপনার বায়োডেটাটির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি একজোট করে সঠিক ঠিকানায় সঠিক সময়ের মধ্যে জমা করবেন। আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হল – (Drop Box, The Block Development Officer, Kanksa Development Block, Paschim Bardhaman)।
আবেদনের সময়সীমা
এই Group D Recruitment এ আবেদন জানানো যাবে আগামী 31st জানুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে এবং নতুন আপডেট পেতে জেলার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।
ভারতীয় রেলে মাধ্যমিক পাশে 3015 কর্মী নিয়োগ। আবেদন প্রক্রিয়া জেনে নিন।
নিয়োগ প্রক্রিয়া
এই Group D Recruitment প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। সেক্ষেত্রে আবেদনরত প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথম ধাপে লিখিত পরীক্ষা নিয়ে কিছু প্রার্থীকে বেছে নেওয়া হবে। তারপর এই প্রার্থীদের মধ্যে ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীকে বেছে নেওয়া হবে।