WBCHSE Exam: উচ্চ মাধ্যমিক 2025 সংক্রান্ত 2টি বিজ্ঞপ্তি জারি সংসদের! কতটা সুবিধা হবে পরীক্ষার্থীদের, দেখুন বিস্তারিত।

WBCHSE Exam  2025 নিয়ে সামনে এল নতুন আপডেট, পরিক্ষার্থী থেকে শুরু করে স্কুল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবক, সকলেরই এই বিষয়ে জেনে নেয়া দরকার। এবারেই পুরানো পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শেষ হতে চলেছে। সাথে সাথে চালু হচ্ছে নতুন সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক এর নতুন পথ চলা। প্রথম সেমিস্টার শেষ হয়েছে আগেই। এবারে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার শুরুর আগেই আনা হল বদল। পরীক্ষার আর বেশি বাকি নেই। পরীক্ষার আগেই এমন বিজ্ঞপ্তি কতটা সুবিধা দেবে পরীক্ষার্থীদের! দেখুন বিস্তারিত।

WBCHSE Exam 2025 Update

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকা অনুসারে, 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচীতে বড় পরিবর্তন আনা হয়েছে। এই পরীক্ষার সময়সূচী অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 মার্চ থেকে শুরু হবে এবং 18 মার্চ পর্যন্ত চলবে। চলুন এই পরিবর্তনগুলির বিস্তারিত বিশ্লেষণ করা যাক।

পরীক্ষার নতুন সময়সূচী

আগামী 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সময়সীমা সকাল 10 টা থেকে দুপুর 1:15 মিনিট পর্যন্ত নির্ধারিত হয়েছে। তবে কিছু নির্দিষ্ট বিষয়ে, যেমন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, এবং মিউজিকের ক্ষেত্রে, পরীক্ষা 2 ঘণ্টার জন্য অনুষ্ঠিত হবে, যা সকাল 10 টা থেকে দুপুর 12 টা পর্যন্ত চলবে।

দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শুরুর সময় বদল

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে, একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টার পরীক্ষাও একসাথে শুরু হবে। আগামী 23 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষাটি দুপুর 2 টা থেকে বিকেল 4 টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরিবর্তনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচী আলাদা করে নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষার দিনভিত্তিক বিষয়ভিত্তিক সূচী

নীচে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনভিত্তিক সূচী তুলে ধরা হলো:

  • 3 মার্চ (সোমবার): বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি প্রভৃতি প্রথম ভাষার পরীক্ষা।
  • 4 মার্চ (মঙ্গলবার): হেলথ কেয়ার, অটোমোবাইলসহ বিভিন্ন ভোকেশনাল বিষয়।
  • 5 মার্চ (বুধবার): ইংরেজি এবং বাংলা দ্বিতীয় ভাষা।
  • 6 মার্চ (বৃহস্পতিবার): অর্থনীতি।
  • 7 মার্চ (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ইত্যাদি।
  • 8 মার্চ (শনিবার): কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনসহ আরও কিছু বিষয়।
  • 10 মার্চ (সোমবার): কমার্শিয়াল ল, ফিলোজফি এবং সোশিওলজি।
  • 11 মার্চ (মঙ্গলবার): কেমিস্ট্রি, সাংবাদিকতা, সংস্কৃতসহ অন্যান্য বিষয়।
  • 13 মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক, সাইকোলজি এবং ইতিহাস।
  • 17 মার্চ (সোমবার): বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ ইত্যাদি।
  • 18 মার্চ (মঙ্গলবার): ভূগোল, স্ট্যাটিস্টিকস এবং আরও কিছু বিষয়।

এই নতুন নির্দেশিকা ও সময়সূচী অনুসারে ছাত্র-ছাত্রীদের যথাযথ প্রস্তুতি নিতে বলা হয়েছে। আরও একটি বিষয় জেনে নেয়া যাক। 2025 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচীতে পরিবর্তন এনে পুরনো সময়ে ফেরানো হয়েছে। সংসদের নির্দেশিকা অনুযায়ী, এবার পরীক্ষা শুরু হবে সকাল 10 টায় এবং চলবে দুপুর 1 টা 15 মিনিট পর্যন্ত। তবে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস, মিউজিক এবং অন্যান্য ভোকেশনাল বিষয়ের পরীক্ষাগুলি মাত্র 2 ঘণ্টার হবে, যা সকাল 10 টা থেকে শুরু হয়ে শেষ হবে দুপুর 12 টায়।

উচ্চ মাধ্যমিক 2025 এর টেস্ট পরীক্ষার সময়

গত 28 অক্টোবর, 2024 তারিখে রাজ্যের WBCHSE তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর তরফ থেকে উচ্চ মাধ্যমিক 2025 এর নির্বাচনী পরীক্ষা তথা Test Examination নিয়ে জারি করা হয়েছে নতুন আপডেট। সেক্ষেত্রে বিজ্ঞপ্তি নম্বর No. L/PR/38612024 Date:2811012024 অনুসারে জানানো হয়েছে যে, আগামী 30 নভেম্বর, 2024 তারিখের মধ্যে এই টেস্ট পরীক্ষা শেষ করতে হবে স্কুল গুলিকে।

শিক্ষা দপ্তরের নতুন নিয়ম, জানতে দেখুন

  • উচ্চ মাধ্যমিক সংক্রান্ত বিজ্ঞপ্তি – pdf Download

পরীক্ষা তথা শিক্ষা সংক্রান্ত নানা আপডেট পেতে আমাদের সাথে থাকুন। দেখতে থাকুন কাজ কেরিয়ার। সমস্ত ধরণের আপডেট সঠিক এবং নির্ভুল পেতে সাথে থাকুন। WBCHSE Exam