WBCS Result – WBCS পরীক্ষার ফল প্রকাশ, জানুন কীভাবে দেখবেন রেজাল্ট।

কেন্দ্র সহ রাজ্যে চলতি বছরে বহু চাকরির পরীক্ষা হয়েছে (WBCS Result). লোকসভা ভোটের দরুন এই চাকরির পরীক্ষা তুলনামূলক আরও বেশি সংখ্যায় হয়েছে। ইতিমধ্যে এর ই একটি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশনের তরফ থেকে কিছুদিন আগে পরীক্ষা নেওয়া হয়। যার কাট অফ মার্কস সহ পরীক্ষার ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কোন ওয়েবসাইট থেকে এই কাট অফ মার্কস দেখতে পাবেন ? কী ভাবে দেখবেন তা সমস্ত জানাব আজকের প্রতিবেদনের মধ্যমে।

WBCS Result and Cut Off Marks

ওয়েস্ট বেঙ্গল পাব্লিক সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ পদস্থ অফিসার পদে কর্মীদের নিয়োগ করা হয়ে থাকে। এই পরীক্ষাটি আয়োজন করা হয় চারটি গ্রুপ – গ্রুপ A , গ্রুপ B , গ্রুপ C এবং গ্রুপ D কর্মীদের অফিসার পদে নিয়োগ করা হয়ে থাকে। এখানে প্রিলিমিনারী এবং মেন দুটি পরীক্ষার মাধ্যমে কর্মীদের নির্বাচন করা হয়। তারপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পারসোনালিটি টেস্ট করা হয় (WBCS Result).

টেট নিয়ে বড় ঘোষণা, শিক্ষক নিয়োগে থাকছে রদ বদল।

গত বছর অর্থাৎ 2023 এর ডিসেম্বর মাসে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস কমিশের পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় এই বছরের কাট অফ মার্কস হল সংরক্ষিত শ্রেণী অর্থাৎ তপশিলি জাতি এবং তপশিল উপজাতিদের জন্যও 725.83 এবং 643.48. অসংরক্ষিত শ্রেণীদের জন্যও 769.02 এবং OBC A ক্যাটাগরিদের জন্য 755.12 ও OBC B ক্যাটাগরিদের জন্য 759.52. এছাড়া PH(VH) দের জন্য 651.07.

madhyamik result 2024 - (মাধ্যমিক রেজাল্ট 2024)

Psc.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা নিজেদের নাম দেখে নিতে পারবেন যে কোন কোন পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন (WBCS Result). সাথে এই ওয়েবসাইটটি থেকে তাদের চয়েস শিটও ডাউনলড করে নিতে হবে। পরীক্ষার্থীদের আবেদন পত্রে দেওয়া ই – মেল আইডি তে তাদের পারশন্যালিটি টেস্টের জন্যও ডাকা হবে। সেই সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসও সাথে নিয়ে যেতে হবে।

মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিকের ফলাফল। কোনটির রেজাল্ট কবে বেরোচ্ছে? কী জানালো পর্ষদ?

আপনার আইডি সহ, যে প্রার্থী যে কাস্টের অন্তর্ভুক্ত তারা সেই কাস্ট সার্টিফিকেটের প্রমাণপত্র সাথে নিয়ে যাবেন। এছাড়া ভোটার, আধার কার্ড সহ এডুকেশন কোয়ালিফিকেশনের প্রমাণপত্রও সাথে নিয়ে যেতে হবে। এর মধ্যে আপনি যদি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যেতে ভুলে যান তাহলে আপনার সেস্ট বাতিল করে দেওয়া হবে।

Leave a Comment