পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। প্রকাশ পেল মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা তথা WBMSC Exam এর সময়সূচি। দীর্ঘদিন ধরে মাদ্রাসার নিয়োগ নিয়ে জটিলতা চলছেই। তবে কিছুদিন আগে জানানো হয়েছিল, অতি শীঘ্রই পরীক্ষা নিয়ে অপেক্ষারত চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আর সেই অনুযায়ী এবার পদক্ষেপ নিল কমিশন। ঘোষণা করা হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষার দিনক্ষণ।
WBMSC Exam and Admit Card Date Published
এদিন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যেখানে এর WBMSC Exam এর সময় ও তারিখ জানানো হয়েছে। এই খবরের অপেক্ষায় ছিলেন রাজ্যের অগুনতি চাকরিপ্রার্থীরা। তাঁদের সবার মুখে হাসি ফুটিয়েই জানুয়ারি মাসের শেষ পর্বে আয়োজিত হবে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষা।
কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে, সেখানে বলা হয়েছে (WBMSC Exam) প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা এবং পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগের টেট পরীক্ষাটি আয়োজিত হবে আগামী 28th জানুয়ারি (রবিবার)।
অতএব মাদ্রাসা সার্ভিস কমিশনের (WBMSC Exam) শিক্ষক নিয়োগ পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী 28th জানুয়ারি 2024 তারিখ নাগাদ। এদিন সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং দুপুর আড়াইটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পরীক্ষাটি আয়োজিত হবে বলে জানা যাচ্ছে। কেবল প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণীর পরীক্ষাই নয়, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেনীর শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণও প্রকাশ করেছে কমিশন।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটি হবে আগামী 3rd মার্চ 2024 (রবিবার)। পরীক্ষা দুটি দিনের দুই ভাগের সময়ে আয়োজিত হবে বলে জানা যাচ্ছে। যেমন, নবম-দশম শ্রেণীর পরীক্ষাটি হবে সকাল সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত। অন্যদিকে, একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটি হবে দুপুর আড়াইটে থেকে বিকেল চারটে পর্যন্ত।
পরীক্ষার দিনক্ষণ প্রকাশ ছাড়াও অ্যাডমিট কার্ড সম্বন্ধীয় তথ্যগুলি প্রকাশ করা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তিতে। নোটিফিকেশনে বলা হয়েছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে আগামী 23rd জানুয়ারি থেকে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে নিজেদের অ্যাডমিট ডাউনলোড করে নেবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটটির লিঙ্ক হলো- (www.wbmsc.com).
পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পাশে 23170/- টাকা বেতনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ।
পরীক্ষার্থীরা যদি তাঁদের অ্যাডমিট ডাউনলোড অথবা এই সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন তবে কমিশনের পক্ষ থেকে একটি হেল্প লাইন নম্বরও দেওয়া হয়েছে। নম্বরটি হলো – 9874355112. যে কোনো সমস্যায় হেল্প লাইন নম্বরে ফোন করতে পারেন। এছাড়াও একটি মেল আইডি দেওয়া হয়েছে, সেখানে সাহায্যের জন্য মেল করা যাবে। (helpdesk@wbmsc.com) এই মেল আইডিতে পরীক্ষার্থীরা মেল করতে পারেন।
প্রসঙ্গত, এর আগেই কমিশন জানিয়েছিল, শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে জানুয়ারি মাসের শেষ পর্বে। এই পরীক্ষার দ্বারা প্রচুর শূন্যপদ পূরণ হবে বলে সূত্রের খবর। মাদ্রাসা সার্ভিস কমিশনের তথ্য পূর্ব অনুযায়ী, গোটা রাজ্যে মোট 614 টি মাদ্রাসা রয়েছে। পরীক্ষা নিয়ে এই সকল মাদ্রাসাগুলির শূন্যপদ পূরণ করা হবে।
নিয়োগ নিয়ে স্বস্তির রায় জানালো সুপ্রিম কোর্ট! অবশেষে হাসি ফুটেছে চাকরি প্রার্থীদের মুখে
রাজ্যে মাদ্রাসার শিক্ষক পদে সর্বমোট শূন্যপদ হলো 14 হাজার।এর মধ্যে দশ হাজার শূণ্যপদে প্রার্থীরা নিযুক্ত রয়েছেন। অর্থাৎ পড়ে রয়েছে আরও চার হাজারের মতো শূন্যপদ। এই সকল পদ পূরণে যাতে দ্রুত ব্যবস্থা হয়, তাই ভাবছিলেন প্রার্থীরা। অতএব এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই সংশ্লিষ্ট শূন্যপদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Written by Arshi Chakraborty.