WBMSC Recruitment – ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 19 টি জেলায় কর্মী নিয়োগ।

সম্প্রতি রাজ্যে আবারও একটি চাকরীর ঘোষণা করা হল (WBMSC Recruitment). এবার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কর্মী নিয়োগ করা হবে। একটি দুটি হয় প্রায় 19 টি পৌরসভায় যোগ্য চাকরি প্রার্থীদের নেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফে একটি অফিশিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে। যে সকল ব্যাক্তি একটি ভালো মাইনের সরকারী চাকরির আশায় রয়েছেন এবং সরকারী চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই পদে আবেদন জানাতে পারেন।

WBMSC Recruitment Sanitary Inspector Post

ভোটের আগে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে (WBMSC Recruitment). এই সময়টাই হল চাকরি প্রার্থীদের কাছে সুবর্ণ সুযোগ। যার দ্বারা তারা তাদের স্বপ্নের উড়ান ভরতে পারবেন। একটি প্রত্যাশিত স্থায়ী চাকরি পেতে পারবেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোন পদের জন্য, কী কী যোগ্যতায়, কোন আবেদন পদ্ধতিতে কর্মী নেওয়া হবে।

  • পদের নাম
  • বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা
  • বেতন
  • নিয়োগ প্রক্রিয়া
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের শেষ তারিখ

 মাধ্যমিক পাশে রাজ্যের 27 টি BDO অফিসে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ।

পদের নাম – ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিভিন্ন পৌরসভায় কর্মী নিয়োগ করা হবে (WBMSC Recruitment). 19 টি পৌরসভায় সেনেটারি ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। নতুন করে এই কর্মী নিয়োগ করা হচ্ছে। ইচ্ছুক প্রার্থীরা দেরি না করে খুব শীঘ্রই অনলাইনে এই পদের জন্য আবেদন জানাতে পারেন। তবে এই পদে আবেদনের জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন নীচে উল্লেখ করা হল।

বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা – সেনেটারি ইন্সপেক্টর পদে আবেদন জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন 21 বছর হতে হবে এবং সর্বচ্চ বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়া SC, ST, OBC সম্প্রদায়ের জন্য অবশ্যই বিশেষ কিছু ছাড় আছে। পদে আবেদনের জন্য আবেদনকারীদের নুন্যতম দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

bsk recruitment - (বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ)

বেতন – বেতনসীমা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বেশ ভালো মানেরই রাখা হয়েছে (WBMSC Recruitment). বেতন লেভেল 9 অনুযায়ী বেতনসীমা সর্বনিম্ন 28,900 থেকে শুরু করে সর্বচ্চ 74,500 টাকা পর্যন্ত হতে পারে।

নিয়োগ প্রক্রিয়া – পরীক্ষার মাধ্যমে সঠিক ব্যাক্তিদের এখানে নির্বাচন করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেখানে উত্তীর্ণ ব্যাক্তিদের পার্সন্যালিটি টেস্ট করা হবে। কলকাতা অফিসে মোট 200 নাম্বারের পরীক্ষা নেওয়া হবে এবং 40 নাম্বারের পার্সন্যালিটি টেস্ট নেওয়া হবে।

জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। 35,000 শূন্যপদ, যোগ্যতা মাধ্যমিক পাশ।

আবেদন পদ্ধতি – ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের অনলাইনে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর সময় অবশ্যই আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আবেদন করার জন্য আবেদন ফী বাবদ 150 টাকা করে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ – পরবর্তী মাসের 19 তারিখ পর্যন্ত এই পদের আবেদন গ্রহন করা হবে। দমদম, বাঁকুড়া, ডায়মন্ড হারবার, হালিশহর, জলপাইগুড়ি, শান্তিপুর, শ্রীরামপুর, তমলুক, উলুবেরিয়া সহ একাধিক পৌরসভায় নিয়োগ করা হবে।

Leave a Comment