WBPDCL Recruitment – ইন্টারভিউ দিয়ে 63000 টাকা বেতনে বিদ্যুৎ দফতরে কর্মী নিয়োগ।

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর।‌ কারণ একটি নয় একাধিক শূন্যপদে WBPDCL Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রাজ্যে। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে। শূন্যপদে চাকরি পাবেন তরুণ তরুণীরা। তবে এর জন্য প্রথমে আবেদন জানাতে হবে। তারপর ইন্টারভিউ দিতে হবে। আর এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য জানতে পড়ে নিতে হবে সম্পূর্ণ প্রতিবেদনটি। আসুন জেনে নিই বিস্তারিত তথ্যগুলি।

WBPDCL Recruitment 2023 Process Apply Online

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • শূন্যপদ
  • বেতন
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি
  • নিয়োগ প্রক্রিয়া

ভ্যাকেন্সি ডিটেলস

রাজ্যের বিদ্যুৎ দফতরে চাকরির সুবর্ণ সুযোগ এল চাকরিপ্রার্থীদের জন্য। একাধিক শূন্যপদে কর্মখালি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন (WBPDCL Recruitment) এর তরফে। নিয়োগে একাধিক পদে চাকরি দেওয়া হবে। আবেদন জানাতে পারবেন রাজ্যের বিভিন্ন জেলার যুবক যুবতীরা। কিভাবে আবেদন জানাবেন? সেই তথ্য নিম্নে বর্ণনা করা হল।

শূন্যপদ

সম্প্রতি WBPDCL Recruitment এর তরফে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হয়েছে অ্যাসিস্টেন্ট মাইনস ম্যানেজার (Assistant Mines Manager), ওয়েলফেয়ার অফিসার (Welfare Officer), সার্ভেয়র (Surveyor), ওভারম্যান (Overman) ও
জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল (Mechanical), জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল (Electrical) পদে নিয়োগ কর্মসূচি শুরু করা হয়েছে। প্রতিটি পদের বেতন আলাদা। সর্বমোট 76 টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের।

‘কর্মদিশা’ প্রকল্পে বিপুল কর্মসংস্থানের সুযোগ! 15-45 বছরের মধ্যে আবেদন করুন।

বেতন

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে অ্যাসিস্টেন্ট মাইনস ম্যানেজার (Assistant Mines Manager), ওয়েলফেয়ার অফিসার (Welfare Officer) দের বেতন হবে প্রতিমাসে 63 হাজার টাকা। আর অন্য পদগুলি যেমন – সার্ভেয়র (Surveyor), ওভারম্যান (Overman), জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল (Mechanical),জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল (Electrical) পদে নিযুক্ত প্রার্থীদের বেতন হবে 41 হাজার টাকা। উচ্চ হারে বেতনসহ থাকছে নানান সুযোগ সুবিধা।

Air India Recruitment (এয়ারপোর্টে চাকরির সুযোগ)

বয়সসীমা

যে সকল আগ্রহীরা এই WBPDCL Recruitment প্রক্রিয়ায় আবেদন জানাতে চান, তাঁদের অবশ্যই বয়সসীমা সম্পর্কে ধারণা থাকতে হবে। এই নিয়োগের আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 55 বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি

নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটটি হলো (www.wbpdcl.co.in). এই ওয়েবসাইট থেকেই নিয়োগের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

পশ্চিমবঙ্গে আর কেউ বেকার থাকবে না। ঘরে ঘরে চাকরি! ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের।

নিয়োগ প্রক্রিয়া

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী দের নিয়োগ করা হবে। আবেদনগুলি যাচাই করে লিস্ট তৈরি করা হবে। তারপর সেই অনুযায়ী ঠিক করা হবে ইন্টারভিউ। কলকাতায় ইন্টারভিউতে অংশ নিতে পারবেন চাকরিপ্রার্থীরা। ইন্টারভিউর বিষয়ে জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন। আগ্রহী প্রার্থীরা অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের অ্যাপ্লিকেশন জমা করুন।
Written by Arshi Chakraborty.

Leave a Comment