Food SI – রাজ্যে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে থেকে? এক ক্লিকে জেনে নিন।

পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরে ফুড এস আই বা Food SI নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল গত বছর। আবেদন শুরু হতে ৪৮০ টি শূন্যপদের জন্য প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থীর অ্যাপ্লিকেশন জমা পড়ে। মাত্র ৪৮০ শূন্যপদের জন্য লাখ লাখ প্রার্থীর আবেদন পড়ায় পরীক্ষার প্রতিযোগিতা যথেষ্ট বেশি হবে বলেই বোঝা যাচ্ছে। আবেদন প্রক্রিয়া শেষ হতেই চাকরিপ্রার্থীরা অপেক্ষায় ছিলেন কবে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার দিনক্ষণ স্থির হবে? কবে পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন?

WBPSC Food SI Admit Card Release Date

ডিসেম্বরে প্রাইমারি টেট থাকায় পিছিয়ে পড়ে Food SI তথা ফুড এস আই পরীক্ষার তারিখ। তবে পরীক্ষার্থীদের অপেক্ষা কাটিয়ে কিছুদিন আগেই বিজ্ঞপ্তি জারি করেছে পিএসসি (WBPSC). নোটিফিকেশনে বলা হয়েছে কবে আয়োজিত হবে ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষা। আর এবার ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট সম্বন্ধে বিজ্ঞপ্তি জারি করল পাবলিক সার্ভিস কমিশন।

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর তরফে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, মার্চ মাসে আয়োজিত হতে চলেছে Food SI তথা ফুড এস আই নিয়োগ পরীক্ষা। আগামী ১৬ মার্চ ও ১৭ মার্চ শনি ও রবিবার ফুড সাব ইন্সপেক্টর (Food SI) পরীক্ষার আয়োজন করা হবে। উক্ত দুই দিন তিনটি পর্বে আয়োজিত হবে পরীক্ষাটি।

প্রথম পর্বের পরীক্ষা আয়োজিত হবে সকাল ৯:৩০ থেকে ১১:০০ টা পর্যন্ত। দ্বিতীয় পর্ব পরীক্ষা আয়োজিত হবে ১২:৩০ থেকে ২:০০ টো পর্যন্ত এবং তৃতীয় পর্বের পরীক্ষা আয়োজিত হবে ৩:৩০ থেকে ৫:০০ টা পর্যন্ত। পরীক্ষার নোটিশ পাওয়ার পর থেকেই অ্যাডমিট ডাউনলোডের তৎপরতা বেড়েছে চাকরি প্রার্থীদের মধ্যে।

ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত।

পাবলিক সার্ভিস কমিশন এবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, Food SI তথা ফুড এস আই পরীক্ষা শুরুর কিছুদিন আগেই অ্যাডমিট হাতে পাবেন প্রার্থীরা। কবে থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট? জেনে নিন তারিখটি।

Recruitment বা নিয়োগ

পিএসসির নোটিশে উল্লেখ করা হয়েছে আগামী ২ রা মার্চ থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেদের রেজিস্ট্রেশন আইডি বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করে সরাসরি পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। তার জন্য প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (Wbpsc.gov.in) তে ভিজিট করতে হবে।

পশ্চিমবঙ্গে 1 লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন।

তারপর নিজ রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করেই সাইট থেকে সরাসরি Food SI তথা ফুড এস আই এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। প্রার্থীরা এ বিষয়ে নতুন আপডেট পেতে অবশ্যই নজর রাখবেন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে।
Written by Purbasha Chakraborty.

Leave a Comment