পশ্চিমবঙ্গে নতুন সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। বিপুল শূন্যপদে (WBPSC IDO Recruitment) IDO বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের বার্তা আসছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের তরফে। IDO পদের নিয়োগ নিয়ে তৎপর হয়েছে রাজ্য সরকার। চাকরিপ্রার্থীরাও অপেক্ষায় রয়েছেন কবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। আজকের প্রতিবেদনে IDO রিক্রুটমেন্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা হল। সম্পূর্ণ জানতে অবশ্যই মন দিয়ে পড়ে নিন পুরো প্রতিবেদনটি।
WBPSC IDO Recruitment 2024 Apply Now
- ভ্যাকেন্সি ডিটেলস
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- বেতন
- আবেদন প্রক্রিয়া
- নিয়োগ প্রক্রিয়া
ভ্যাকেন্সি ডিটেলস
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (WBPSC IDO Recruitment) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। সূত্রের খবর, প্রায় ২৫০ টিরও বেশি শূন্যপদে এই নিয়োগ হবে। কী আবেদন যোগ্যতা থাকছে? আসুন জেনে নিই।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের IDO নতুন নিয়োগ (WBPSC IDO Recruitment) প্রক্রিয়ায় চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন।
সাধারণত IDO পদে চাকরি পাওয়ার জন্য একজন প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করে থাকতে হবে। এর পাশাপাশি, উক্ত প্রার্থীকে বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
বয়সসীমা
যে সকল চাকরিপ্রার্থীরা রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের IDO নতুন নিয়োগে (WBPSC IDO Recruitment) আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে যে সকল প্রার্থীরা আবেদন জানাতে ইচ্ছুক তাঁদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৯ বছরের মধ্যে। আবেদন প্রক্রিয়ায় বয়সসীমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে।
স্টেট ব্যাংকে 36 হাজার টাকা বেতনে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ।
বেতন
রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (WBPSC IDO Recruitment) পদের নিয়োগে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন ও শূন্যপদে নিয়োগ পাবেন তাঁদের প্রতিমাসের বেতন হবে যথেষ্ট ভালো। এই পদের বেতন হয় প্রায় ৩৫ হাজার ২৩৯ টাকা। অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ পেলে বেতন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আবেদন প্রক্রিয়া
যে সকল ইচ্ছুক প্রার্থীরা রাজ্য সরকারের IDO পদে নিয়োগ (WBPSC IDO Recruitment) পেতে চান তাঁরা সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন (wbpsc.gov.in)-এই ওয়েবসাইটটিতে।
নতুন করে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশে সরকারি চাকরির সুযোগ।
নিয়োগ প্রক্রিয়া
রাজ্যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার (WBPSC IDO Recruitment) পদের জন্য প্রার্থীদের দুটি পর্যায়ের মাধ্যমে বেছে নেওয়া হয়। যার প্রথমটি হল লিখিত পরীক্ষা ও পরেরটি হল ইন্টারভিউ। লিখিত পরীক্ষায় পাশ হলে পর ইন্টারভিউতে অংশ নেওয়া যাবে। সবশেষে যোগ্য প্রার্থীদের বেছে নেবে কমিশন।
Written by Purbasha Chakraborty.