পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুবর্ণ সুযোগ। রাজ্যের বিদ্যুৎ সরবরাহ সংস্থা (WBSETCL Recruitment) এ রয়েছে কর্মখালি সুযোগ। সম্প্রতি একটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। এক নয় বরং একাধিক পদে চলছে নিয়োগ। এতদিন যে সকল প্রার্থীরা ভালো চাকরির সন্ধানে ছিলেন, তাঁরা চলতি নিয়োগে আবেদন জানাতে পারেন। আগ্রহীরা আবেদন জানাবেন অফলাইনে। কিভাবে আবেদন প্রক্রিয়া চলছে, আবেদন যোগ্যতাই বা কী? কোন কোন পদে নিয়োগ? বেতন কাঠামো কিরকম? সমস্ত তথ্য জানতে আমাদের আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ে নিন।
WBSETCL Recruitment
- ভ্যাকেন্সি ডিটেলস
- নিয়োগের নিয়ম
- বেতন
- আবেদন যোগ্যতা
- আবেদন পদ্ধতি
- আবেদনের সময়সীমা
- নিয়োগ প্রক্রিয়া
ভ্যাকেন্সি ডিটেলস
রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (WBSETCL Recruitment) এর তরফে নয়া নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ রয়েছে যে সংস্থার বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। মোট শূন্যপদের সংখ্যা চারটি। যে যে পদে নিয়োগ করা হবে সেগুলি হল – ১) চিফ মেডিক্যাল অফিসার ২) চিফ সিকিউরিটি অফিসার এবং ৩) ফার্মাসিস্ট।
নিয়োগের নিয়ম
সম্প্রতি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল, তাতে উল্লেখ রয়েছে যে বিদ্যুৎ সরবরাহ সংস্থায় চুক্তির ভিত্তিতে WBSETCL Recruitment পাবেন প্রার্থীরা। প্রথমে একবছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে, এর পর কাজের ভিত্তিতে এর মেয়াদ বাড়তে পারে। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতায় সংস্থার কর্পোরেট অফিসে।
বেতন
অফিসিয়াল নোটিফিকেশন থেকে জানা যায়, উল্লিখিত পদগুলিতে যাঁরা WBSETCL Recruitment পাবেন, তাঁদের প্রতিমাসের পারিশ্রমিক হবে যথেষ্ট ভালো। নিযুক্তরা প্রতিমাসে 25 হাজার টাকা, 50 হাজার টাকা, 65 হাজার টাকা ও 72 হাজার টাকা বেতন সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা লাভ করবেন।
আবেদন যোগ্যতা
যে সকল প্রার্থীরা বিদ্যুৎ দফতরের চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, প্রার্থীদের বয়স যদি 55 বছর থেকে 62 বছরের মধ্যে হয় তবে তাঁরা নির্দ্বিধায় এই নিয়োগে অংশ নিতে পারবেন। তবে প্রতিটি পদের জন্য এখানে আলাদাভাবে যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। মূল বিজ্ঞপ্তিটি পড়লে সে বিষয়ে জানতে পারবেন আগ্রহীরা।
রাজ্যে নতুন সরকারি চাকরির সুবর্ণ সুযোগ। প্রতিমাসে বেতন 45 হাজার টাকা
আবেদন পদ্ধতি
এখানে আবেদন জানানোর আগে প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে যে WBSETCL Recruitment বিজ্ঞপ্তিটি জারি হয়েছিল সেটি পড়ে নিন। এরপর আবেদনপত্র সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে দিন।
আবেদনের সময়সীমা
এই রাজ্য বিদ্যুৎ সরবরাহ সংস্থা বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা WBSETCL Recruitment এ আবেদন জানানো যাবে আগামী 28th ফেব্রুয়ারি 2024 এর মধ্যে। তারপর আর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা
রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। TET ছাড়াই, প্রশিক্ষণ থাকলে আবেদন করুন।
নিয়োগ প্রক্রিয়া
এখানে WBSETCL Recruitment এর জন্য কোনো লিখিত পরীক্ষা হবে না। বরং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ হবে। ইন্টারভিউর আয়োজন করা হবে সল্টলেকের বিদ্যুৎ ভবনে। আবেদন জানানোর পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউর বিষয়ে জানিয়ে দেওয়া হবে। সেইমতো নির্দিষ্ট সময়ে নিজ ডকুমেন্টগুলি নিয়ে সঠিক স্থানে পৌছে যাবেন। এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।
Written by Purbasha Chakraborty.