Anganwadi Recruitment – রাজ্যে GP অনুযায়ী ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ।

সম্প্রতি রাজ্যে ICDS Anganwadi Recruitment বা অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীরা যাঁরা সঠিক চাকরির নিয়োগের অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য এল সুবর্ণ সুযোগ। ন্যুনতম যোগ্যতায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রাজ্যে। নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী পদে। আবেদন প্রক্রিয়া চলছে মার্চ মাস পর্যন্ত। তবে আবেদন জানানোর আগে জেনে নিতে হবে বিস্তারিত নিয়মাবলী। আজকের এই প্রতিবেদনে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হল।

West Bengal ICDS Anganwadi Recruitment 2024

  • ভ্যাকেন্সি ডিটেলস
  • আবেদন যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের সময়সীমা
  • নিয়োগ প্রক্রিয়া

ভ্যাকেন্সি ডিটেলস

পশ্চিমবঙ্গে ICDS Anganwadi Recruitment বা অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগের শুরু হল। রাজ্য সরকারের তত্ত্বাবধানে CDPO অফিসের তরফে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ICDS অঙ্গনওয়াড়ি সহায়িকা
বা Anganwadi Helpers (AWH) পদে নেওয়া হচ্ছে কর্মী। এই পদে আবেদন জানানোর জন্য কী কী যোগ্যতা লাগবে? চলুন জেনে নেওয়া যাক।

আবেদন যোগ্যতা

সকল প্রার্থী ICDS Anganwadi Recruitment এ অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন জানাতে চান, তাঁরা এই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, নিয়োগে আবেদনরত প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ যদি আপনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকেন, তবে নির্দ্বিধায় নিয়োগে অংশ নিতে পারবেন।

বয়সসীমা

যে সকল প্রার্থীরা ICDS Anganwadi Recruitment এ আবেদন জানাতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে ০১/০১/২৪ তারিখের হিসেব অনুসারে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। আগ্রহী প্রার্থীরা জেনে রাখুন, বয়সসীমা সংক্রান্ত বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি পড়ে নেবেন।

গ্রাম পঞ্চায়েতে অষ্টম শ্রেণী পাশে বিভিন্ন পদে কর্মখালি।

আবেদন পদ্ধতি

(A) এই নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
(B) এরপর এই ওয়েবসাইট থেকে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে।
(C) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ওয়েবসাইট মারফত অ্যাপ্লিকেশন ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে নেবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি নিজের পার্সোনাল ডিটেলস দিয়ে পূর্ণ করতে হবে।

পোস্ট অফিসের নিয়োগ বা Post Office Recruitment

(D) ফর্ম ফিল আপ হলে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করবেন। সবশেষে অ্যাপ্লিকেশনটি জমা করে তার একটি কপি নিজেদের কাছে রেখে দেবেন।
(E) প্রার্থীরা উল্লিখিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করবেন, নচেৎ আপনার অ্যাপ্লিকেশন গৃহীত হবে না।

নতুন করে পোস্ট অফিসে নিয়োগ। পশ্চিমবঙ্গে অনলাইনে আবেদন করার শেষ তারিখ জেনে নিন।

আবেদনের সময়সীমা

এই ICDS Anganwadi Recruitment বা অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগের আবেদন জানানো যাবে আগামী ২০ মার্চ ২০২৪ এর মধ্যে। উল্লিখিত সময়সীমার পর কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবেনা। তাই অবশ্যই খেয়াল রাখতে হবে আগ্রহীদের।

নিয়োগ প্রক্রিয়া

এখানে মূলত লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে ICDS Anganwadi Recruitment বা অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ হবে। লিখিত পরীক্ষার জন্য থাকবে ৯০ নম্বর ও ইন্টারভিউর জন্য থাকবে ১০ নম্বর। প্রতিটি ধাপের নির্বাচিতরা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ পাবেন।
Written by Purbasha Chakraborty.

Leave a Comment