তীব্র গরমে যখন নাজেহাল রাজ্যবাসী, তারই মধ্যে এলো একটি স্বস্তির খবর (Weather Report). দিন দিন যে হারে সূর্যের প্রকোপ বেড়ে চলেছে তাতে গরম প্রত্যেকটি বছর একটু একটু করে বাড়বে বৈ কমবে না। এর মধ্যে থেকে গত বছর এবং চলতি বছরের মতো গরম ইতিহাসের পাতায় আর কখনো পড়েনি। সকাল ১০ তার পর যেকোনো কাজের জন্যই হোক বাইরে বেরোনো হয়ে যাচ্ছে দুঃসাধ্যকর ব্যাপার।
Weather Report Rain Forecast Update
পয়লা বৈশাখ আমরা পালন করেছি অনেক দিন ই হয়েছে তবে এখনও কালবৈশাখী ঝড়ের বিন্দুমাত্র দেখা মেলেনি। এমন অবস্থায় যেখানে প্রত্যেকটা কাজের জায়গায় নিত্যদিনই খবর পাওয়া যাচ্ছে কোনো না কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। শিক্ষাক্ষেত্রে ঠিক একই অবস্থা। অন্য বারের তুলনায় এইবারে স্কুলে গ্রীষ্মকালীন ছুটির দিনও বেশি দেওয়া হয়েছে। তাপপ্রবাহ এতটাই বেশি যে স্কুলগুলিতে বাচ্চাদের জন্য ওয়াটার বেল এর মত পদ্ধতি অবলম্বন করা হচ্ছে জল খাওয়ার জন্য।
ভোটের আগেই কী পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা? জানুন আজকের প্রতিবেদনে।
পাশাপাশি আম, তরমুজ এর ধরনের ডি – হাইড্রেটিং খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অপমাত্র ৪০ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরার দরুন ফিট স্ট্রোকের সম্ভাবনা খুব বেড়েছে। এই নিয়ে সরকারের তরফ থেকে লাল, কমলা সতর্ক বার্তা জনস্বার্থে বার বার প্রচার করা হচ্ছে। ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিল মাসে ৩ স্পেলে তাপপ্রবাহ দেখা গেছে ।
২০২৪ এ এই তাপপ্রবাহের মাত্র ৪ স্পেল। এমন নজির এর আগে কখনোও ঘটতে দেখা যায়নি। তবে ৫ ই মে থেকে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ৫ , ৬ এবং ৭ ই মে দক্ষিণবঙ্গের দুটি ২৪ পরগনা, হাওড়া , হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (Weather Report). বৃষ্টিপাতের সাথে হতে পারে শিলাবৃষ্টিও, এমনটাই পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর।
5th মে থেকে বৃষ্টির সম্ভাবনা বলে জানালো আবহাওয়া দপ্তর! তীব্র
শীঘ্রই সাগর থেকে জলীয় বাষ্প একত্রিত হয়ে মেঘের আকারে রাজ্যে প্রবেশ করবে এবং ভারী বৃষ্টিপাত ঘটাবে (Weather Report). শুধু মানুষই নয় ফসল ফলানোর জন্য প্রয়োজন বৃষ্টিপাতের। তার পাশপাশি রয়েছে পশু পাখিরাও। চাতক পাখির আকাশের পানে তাকিয়ে রয়েছে একটি বারি পাওয়ার আশায়। তবে ৫ ই মের আগে পর্যন্ত কোনো স্বস্তির সম্ভাবনা নেই। প্রবল তাপে অস্বস্তিতে কাটাতে হবে সকল রাজ্যবাসীকে।