পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কোনো লিখিত পরীক্ষা ছাড়াই এবার সরাসরি মানে ক্লার্ক পদে Clerk Recruitment পাবেন প্রার্থীরা। সম্প্রতি এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট অফিস থেকে। প্রার্থীরা এবার কোনো পরীক্ষায় না বসেই কেবল ইন্টারভিউ দিয়ে ক্লার্ক পদে নিয়োগ পেতে পারবেন। কিভাবে জানাবে আবেদন? কী কী যোগ্যতা লাগবে এর জন্য? এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ে নিন আজকের এই প্রতিবেদনটি।
West Bengal Clerk Recruitment 2024 Apply Online
সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিসেট্রট অফিস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার বিভাগে ক্লার্ক পদের তথা Clerk Recruitment জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীরা আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতি বিস্তারিত জেনে নিন। ইন্টারভিউ কবে হবে তাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে বিস্তারিত।
- ভ্যাকেন্সি ডিটেলস ও বেতন
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- নিয়োগ প্রক্রিয়া
- আবেদন প্রক্রিয়া
- ইন্টারভিউ
ভ্যাকেন্সি ডিটেলস ও বেতন
অফিসিয়াল নোটিফিকেশনে বলা হয়েছে ক্লার্ক (Clerk Recruitment) বা কেরানি পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। মোট শূন্যপদ কত তা জানতে বিজ্ঞপ্তিটি পড়ে নিন। তবে বেতন সম্পর্কে বলা হয়েছে, নিযুক্তরা প্রতিমাসে 10 হাজার টাকা করে বেতন পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, আবেদনরত প্রার্থীদের কম্পিউটার চালনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সঙ্গে প্রার্থীকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে।
বয়সসীমা
যে সমস্ত প্রার্থীরা ক্লার্ক পদের নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, প্রার্থীদের বয়স হতে হবে 1/1/2024 তারিখ অনুসারে সর্বোচ্চ 64 বছরের মধ্যে। এর চেয়ে বেশি বয়সীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।
নিয়োগ প্রক্রিয়া
অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ নিয়ে যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে। সেক্ষেত্রে ইন্টারভিউর দিন অ্যাপ্লিকেশন ফর্ম ও প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যথাস্থানে উপস্থিত হতে হবে। ইন্টারভিউর তারিখ, সময় ও ঠিকানা নিম্নে বর্ণনা করা হল।
আবেদন প্রক্রিয়া
ইচ্ছুক প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নিয়োগের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। এরপর সঠিকভাবে এটি পূরণ করে সঠিক সময়ের মধ্যে ইন্টারভিউ যেখানে হচ্ছে সেখানে উপস্থিত হতে হবে।
খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।
ইন্টারভিউ
ইন্টারভিউর তারিখ আগামী 18th জানুয়ারি। সময় সকাল 10:30 মিনিট থেকে। আর ইন্টারভিউর ঠিকানা হলো Office of the District Magistrate, Kalimpong. এছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হওয়া বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।
Written by Arshi Chakraborty.