চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। কারণ একগুচ্ছ শূন্যপদে DM অফিসে নতুন Clerk Recruitment এর বিজ্ঞপ্তি রাজ্যে প্রকাশ পেল সম্প্রতি। এই নিয়োগে চাকরি পাওয়ার জন্য কোনো পরীক্ষা দিতে হবে না প্রার্থীদের। সরাসরি ইন্টারভিউ দিয়েই এখানে চাকরি পাওয়া সম্ভব। তবে আবেদন যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটি অবশ্যই মন দিয়ে পড়ে নিতে হবে।
West Bengal DM Office Clerk Recruitment 2024
- ভ্যাকেন্সি ডিটেলস
- বেতন
- শিক্ষাগত যোগ্যতা
- বয়সসীমা
- আবেদন পদ্ধতি
- নিয়োগ প্রক্রিয়া
- ইন্টারভিউর তারিখ
ভ্যাকেন্সি ডিটেলস
বেশ কিছু শূন্যপদে সম্প্রতি Clerk Recruitment এর বিজ্ঞপ্তি প্রকাশ পেল রাজ্যে। মূলত রাজ্যের একটি জেলার তরফে ক্লার্ক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কোচবিহার জেলার ডিএম (DM) অফিসের তরফে। ক্লার্ক পদে চাকরি দিয়ে বেশ শূন্যপদ পূরণ হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কিভাবে আবেদন জানাবেন, কারা আবেদন জানাতে পারবেন তা জেনে নিন।
বেতন
এই DM অফিসের Clerk Recruitment এ যারা অংশগ্রহণ করবেন ও নির্বাচিত হবেন, তাঁদের প্রতিমাসে ভালো বেতন দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে 10 হাজার টাকা।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল আগ্রহী প্রার্থীরা এই Clerk Recruitment এ চাকরির জন্য আবেদন জানাতে চান, তাঁরা অবশ্যই আবেদনের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জেনে নিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়োগে যাঁরা অংশগ্রহণ করতে চাইবেন তাঁদের অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। এছাড়া তাঁদের কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বলেও জানা যাচ্ছে।
বয়সসীমা
যে সকল প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে চান তাঁরা অবশ্যই বয়সসীমা সম্পর্কে জেনে নিন। নোটিফিকেশনে বলা হয়েছে, Clerk Recruitment এর আবেদনরত প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 64 বছরের মধ্যে। কোচবিহার জেলার ডিএম অফিসে Clerk Recruitment তথা ক্লার্ক পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
মাধ্যমিক পাশে 21,700 টাকা বেতনে প্রতিরক্ষা মন্ত্রক দপ্তরে দুর্দান্ত চাকরির সুযোগ।
আবেদন পদ্ধতি
A) এই ডিএম অফিসে Clerk Recruitment তথা ক্লার্ক পদে নিয়োগে আবেদন জানাতে হলে প্রার্থীকে প্রথমে অফিসিয়াল পোর্টালে ভিজিট করতে হবে। পোর্টালটি হল – (coochbehar.gov.in)
(B) এই পোর্টাল থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি A4 পেপারে প্রিন্ট করে নিতে হবে। তারপর এটি নির্ভুল ভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি সংযুক্ত করে সরাসরি ইন্টারভিউর স্থানে পৌছে যেতে হবে।
(C) ইন্টারভিউ সম্পর্কে বিস্তারিত জানতে পোর্টালে নজর রাখুন প্রার্থীরা।
নিয়োগ প্রক্রিয়া
এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবেনা। প্রার্থী দের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। পোর্টাল থেকে ইন্টারভিউর তারিখ ও সময় জেনে নেবেন। সেই নির্দেশ মতো সঠিক স্থানে পৌছে আগ্রহীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। ইন্টারভিউর দিন নিজেদের ডকুমেন্টগুলি নিয়ে যেতে ভুলবেন না। বাকি নির্দেশ পাবেন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে।
শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে সপ্তম শ্রেণী পাশে ব্যাংকে চাকরির সুযোগ।
ইন্টারভিউর তারিখ
ডিএম অফিসে Clerk Recruitment তথা ক্লার্ক পদে নিয়োগ আগামী 20th ফেব্রুয়ারি 2024 তারিখে সংশ্লিষ্ট ইন্টারভিউটি আয়োজন করা হবে। ইন্টারভিউর সম্পর্কে জানতে অফিসিয়াল পোর্টালে নজর রাখবেন প্রার্থীরা।
Written by Arshi Chakraborty.